লন্ডনের অক্সফোর্ডে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকারত্বের বিষয়ে বলতে গিয়ে দেউচা পাচামির উল্লেখ করেছেন। বাংলার সবচেয়ে বড় কয়লা খনি দেউচার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলে মত। কিন্তু মমতার এহেন যুক্তি মেনে নিতে পারছেন না শুভেন্দু অধিকারী। দেউচা-পাচামিতে নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক তথ্যপ্রকাশ করলেন শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতা বলেন, “দেউচায় কর্মসংস্থান নিয়ে রাজ্য মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে। আদিবাসীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে এই সরকার। তাঁদের প্রতারিত করে বাইরের লোকেদের পাট্টা দেওয়ার অভিযোগ করেছেন তিনি।
বীরভূম জেলা শাসক বিধান রায়, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম ও পিডিসিএলের ডিরেক্টর পিবি সেলিমকেও তীব্র আক্রমণ করেন বিরোধী দলনেতা।
একইসঙ্গে জেলাশাসকের বিরুদ্ধে রামনবমীর পর বড় জমায়েতেরও ডাক দিয়েছেন বিরোধী দলনেতা।
এদিন সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, “দেউচা-পাচামিতে কয়লা খনির নামে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা শাসক বিধান রায় ও সামিরুল ইসলাম এখানে নিয়োগ দুর্নীতি করেছেন ৷ তার তথ্য আমি প্রকাশ করলাম ৷ এই নিয়ে রাম নবমীর পর বৃহত্তর আন্দোলন করব আমরা ।”