লন্ডনের শিল্পপতিদের বাংলায় বাণিজ্যের আহ্বান মুখ্যমন্ত্রীর

IMG-20250326-WA0176

লন্ডনে শিল্পসভায় বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বক্তব্য রাখেন। শিল্প বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের এখানে জঙ্গল-পাহাড়-সমুদ্র সব আছে। আপনারা নিশ্চয়ই রয়্যাল বেঙ্গল টাইগারের কথা শুনেছেন। আমরা সেই রয়্যাল বেঙ্গলের মতোই লড়ছি।
তিনি বলেন, ‘আই লাভ ইউকে। কারণ আমাদের একটা আবেগের সম্পর্ক রয়েছে। একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, হেরিটেজ সম্পর্ক রয়েছে। ১৯০ বছর আপনারা ভারতকে শাসন করেছিলেন। স্বাধীনতার আগে যখন ভারতকে শাসন করতেন কলকাতা ছিল ভারতের রাজধানী। সেকারণে আপনারা অনেক হেরিটেজ বিল্ডিং তৈরি করেছিলেন। আমরা রোজ সেটা মনে করি …আমাদের পড়ুয়ারা পড়াশোনা করতে আসেন লন্ডনে। তারা আসতে ভালোবাসেন। বাংলা ক্রিকেট ফুটবল ভালোবাসে। আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসডর হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অক্সফোর্ডের প্রোগ্রামে সৌরভ আসবে। বাংলার মানুষ ক্রিকেট ফুটবল ভালোবাসেন।’
তিনি বলেন, আমাদের পর্যটন খুব উন্নত। কারণ, আমাদের এখানে তিনটি বিষয় আছে। দার্জিলিং, কালিম্পং, মিরিক। এখান থেকে সর্যোদয় দেখা যায়। ভিটামিন-ডি ও পাবেন। উত্তরবঙ্গে অনেক জঙ্গল পাবেন। হোম-স্টে আছে। আমাদের সমুদ্র আছে।
তিনি বলেন, ‘আমরা ৬টা করিডর বানাচ্ছি শিল্পের। বীরভূমের দেউচা পাঁচামি হচ্ছে। এটা আরও বিনিয়োগে উৎসাহ দেবে। সেইল গ্যাস, ওএনজিসির কথা উল্লেখ করেন মমতা। জঙ্গলমহল কর্মসুন্দরী প্রকল্প। ২৮০০ আইটি কোম্পানি এসেছে। আগের সরকারের জন্য় আমরা আমাদের সৌন্দর্য্য হারিয়েছি। তবে এখন এগোচ্ছে। এমএসএমইতে আমরা সবার আগে।’

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement