ছোট বোনকে অস্ত্র দিয়ে কোপ দাদার বিরুদ্ধ

IMG-20250326-WA0008

দিনহাটা: দিনহাটার গ্রামে জমি নিয়ে গন্ডগোলের ঘটনার জেরে ছোট বোনকে অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। সোমবার দিনহাটার বড় বোয়ালমারী এলাকায় এই ঘটনা ঘটে। জমি নিয়ে বিবাদের জের বোনকে অস্ত্র দিয়ে আঘাতের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আহত বোন বর্তমানে দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন। আহত মহিলার নাম আসমা বিবি। বর্তমানে তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গিয়েছে, বড় বোয়ালমারী এলাকার আসমা বিবি তার বাবার দেওয়া জমিতে গেলে তার দাদা তাকে কোদাল দিয়ে আঘাত করে বলে অভিযোগ। ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় এলাকার বাসিন্দারা ছুটে আসে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। স্থানীয় এলাকার বাসিন্দা ফিরদৌসী নামে এক মহিলা জানিয়েছেন, বাবার জমি ভাগ করে দিয়েছে মেয়েকে। আসমা বিবি এদিন জমিতে বেড়া দিতে গেলে তাকে মারধর করা ছাড়াও তাকে কোদাল দিয়ে আঘাত করে মাথায় তার দাদা। ঘটনাস্থলে রক্তাক্ত হয়ে পড়লে আমরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement