শিক্ষা বিস্তারে সবুজসাথী প্রকল্প সারা ভারতবর্ষে দৃষ্টান্ত স্থাপন করেছে : চন্দ্রিমা ভট্টাচার্য

IMG-20250325-WA0349

নববারাকপুর: শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকারের সবুজসাথী প্রকল্প দৃষ্টান্ত স্থাপন করেছে সারা পৃথিবীতে। দৃষ্টান্ত তৈরি করেছেন মুখ্যমন্ত্রী ছেলে মেয়েদের শিক্ষা কে এগিয়ে নিয়ে যেতে হবে। কন্যাশ্রী আজ বিশ্ববন্দিত। সরকারি স্কুল কলেজে ভর্তি হলে কন্যাশ্রী ১,২ এবং কন্যাশ্রী ৩ চালু রয়েছে মেধাশ্রী স্কলারশিপ প্রদানে। শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া হোক মুখ্যমন্ত্রী চান। খালি মুখে বললে হবে না। মহিলাদের শিক্ষা। কন্যা সন্তানের শিক্ষা। তাহলে দেশ আরোও উন্নত হবে। রাজ্য উন্নত হলে দেশের মুকুটে নতুন পালক লাগবে এবিষয়ে কোন সন্দেহ নেই। গ্রামে ছেলে মেয়েরা হেটে বিদ্যালয়ে পড়াশোনা করতে যেতে সময় বেশি লাগে। হেটে যাতায়াতে অসুবিধা। যানবাহন অত ছিল না। ছেলে মেয়েদের বিদ্যালয়ে কিংবা শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত যাতায়াতে সাইকেলে সহজেই পৌছে যাবে পড়ুয়ারা। সেই ভাবনা থেকে মুখ্যমন্ত্রীর অন্যান্য প্রকল্পের মধ্যে সবুজসাথী প্রকল্পে সাইকেল দেওয়া হল নববারাকপুর পুরসভার অঙ্গন থেকে দশম শ্রেণীর পড়ুয়াদের। মঙ্গলবার বিকেলে নববারাকপুর পুরসভার উদ্যোগে পুরভবনে দশম পর্যায়ে সবুজসাথী প্রকল্পে সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে কথা গুলি বলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।মন্ত্রী বলেন মুখ্যমন্ত্রী যে কটি প্রকল্প চালু করেছেন সেটা দৃষ্টান্ত স্বরূপ সারা ভারতবর্ষে। কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার সেই সব প্রকল্প অনুসরণীয় এবং অনুকরন হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থাকে আরো মজবুত করা জন্য সবুজসাথী প্রকল্প অনন্য প্রকল্প। ছেলে মেয়েরা দেশের ও দশের একজন হও আরো বেশি করে উন্নতীর শিখরে পৌছতে পারবে। এ বিশ্বাস আমার আছে বলেন মন্ত্রী। উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, পুরসভার বড় বাবু দেব প্রসাদ রাহা, কার্যনির্বাহী আধিকারিক সহ পুরসভার এক ঝাঁক পুর প্রতিনিধি।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement