আইপিএলের টিকিট ব্ল্যাক, গ্রেফতার তিন

IMG-20250322-WA0318

শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ম্যাচের আগের রাতে টিকিট ব্ল্যাকের অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হল। অভিযোগ, কম দামের টিকিট অনেক বেশি দামে বিক্রি করছিলেন তাঁরা। একসঙ্গে অনেক টিকিট নিজেদের কাছে জড়ো করেছেন অভিযুক্তেরা। তার পর সেই টিকিট ইচ্ছামতো দামে বিক্রি করা হচ্ছে। গিরিশ পার্ক থানা এবং নিউ মার্কেট থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে এই তিন জনকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশ জানিয়েছে, ধৃতেরা হলেন পীযূষ মহেন্দ্র, কমল হোসেন এবং শাহাবাজ খান। তাঁদের কাছ থেকে শনিবারের ম্যাচের একগুচ্ছ টিকিট, নগদ টাকা এবং মোবাইল উদ্ধার করা হয়েছে। গিরিশ পার্ক থানায় টিকিট ব্ল্যাকের অভিযোগ প্রথম দায়ের করেছিলেন ধীরাজ মালি নামের এক যুবক। তিনি জানান, আশিস শর্মা নামের এক ব্যক্তির সমাজমাধ্যমের পোস্ট দেখে আইপিএলের টিকিট কেনার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। তাঁর কথা অনুযায়ী, গিরিশ পার্ক এলাকায় যান ধীরাজ। সেখানে পীযূষের সঙ্গে তাঁর দেখা হয়। ২০ হাজার টাকা দেওয়ার পর পীযূষ তাঁকে একটি খাম দেন। তার ভিতরে মোট চারটি টিকিট ছিল বলে পুলিশকে জানিয়েছেন ধীরাজ।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement