হিথরো বিমানবন্দরে অগ্নিকাণ্ডের জেরে শনিতে মুখ্যমন্ত্রীর লন্ডন সফর বাতিল

IMG-20250321-WA0288

বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগে যাওয়ায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। তার প্রভাব পড়েছে লন্ডনের হিথরো বিমানবন্দরেও। এর জেরেই পিছিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর। শনিবার লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু আপাতত হিথরো বিমানবন্দরে বন্ধ বিমান ওঠানামা। তার জন্য শনিবারের বদলে সোমবার লন্ডনের উদ্দেশ্যে উড়ে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই সময় যাতে এগিয়ে আনা যায়, তার জন্য বিমান সংস্থার সঙ্গে রাজ্য সরকারের আলোচনা চলছে বলে সূত্রের খবর। শুক্রবার সকালে লন্ডনের একটি বিদ্যুৎ সরববারহ কেন্দ্রে অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটে। তার জেরে বন্ধ হয়ে যায় হিথরো বিমানবন্দরের বিদ্যুৎ পরিষেবা। ফলে বাধ্য হয়ে বন্ধ রাখা হয় বিমানবন্দরের উড়ান পরিষেবা। বিমানবন্দরে সূত্রে খবর, এই বিপর্যয়ের জেরে শুক্রবার রাত ১২টা পর্যন্ত সেখানে বিমান ওঠানামা করতে পারবে না। মুখ্যমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, ২২ তারিখ অর্থাৎ শনিবার সকালে লন্ডন রওনা হওয়ার কথা ছিল। কিন্তু হিথরো বিমানবন্দরের বিপর্যয়ের জেরে শনিবারের সেই সফর পিছিয়ে গিয়েছে বলে খবর। ২২ তারিখের বদলে ২৪ তারিখ অর্থাৎ সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় রওনা হতে পারেন। জানা গিয়েছে, হিথরো বিমানবন্দর বন্ধ থাকায় শুক্রবার অন্তত ১৩৫১টি বিমানের পরিষেবা ব্যাহত হয়।
হিথরো বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর। প্রতি ঘণ্টায় বহু আন্তর্জাতিক বিমান এই বিমানবন্দরে ওঠানামা করে। শুক্রবার ভোরে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, “একটি বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগে যাওয়ায় হিথরোয় পর্যাপ্ত বিদ্যুতের অভাব দেখা দিয়েছে। আমাদের যাত্রী এবং সহকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ২১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিমানবন্দর বন্ধ রাখা হচ্ছে।”
ওই বিবৃতিতে যাত্রীদের বিমানবন্দরে আসতে নিষেধ করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী ঘোষণার জন্য সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে অবশ্য অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীদের একাংশ। অনেকের প্রশ্ন, কী এমন বিদ্যুৎ বিপর্যয় যে, যার জন্য একটি ব্যস্ত বিমানবন্দরকে সারা দিনের জন্য বন্ধ করে দিতে হয়? কারও আবার প্রশ্ন, হিথরোর মতো বিমানবন্দরে কেন জেনারেটর বা বিকল্প কোনও উপায়ে বিদ্যুতের জোগান দিয়ে পরিষেবা স্বাভাবিক করা হচ্ছে না?
ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, লন্ডন শহরের পশ্চিমে একটি বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগেছে। এর ফলে শুধু হিথরো বিমানবন্দর নয়, শহরের ১৬০০০ বাড়িতে বিদ্যুৎ নেই। আগুন নেভানোর চেষ্টা করছে দমকলের ১০টি ইঞ্জিন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement