রোগীসুরক্ষার বিষয়ে পূর্ণাঙ্গ যত্নের জন্য পশ্চিমবঙ্গের প্রথম বেসরকারি স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী উডল্যান্ডস হাসপাতালের জরুরি বিভাগ পেল NABH স্বীকৃতি। হাসপাতালের পরিকাঠামো, ট্রায়াজ সিস্টেম, কর্মী নিয়োগ প্রক্রিয়া, জরুরি অবস্থার প্রস্তুতি এবং গুণগত মান নিশ্চিত করার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের ভিত্তিতে NABH (ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর হসপিটালস অ্যান্ড হেলথকেয়ার প্রোভাইডারস) স্বীকৃতি প্রদান করা হয়। উডল্যান্ডসের চব্বিশ ঘন্টা নিরবচ্ছিন্ন চিকিৎসা প্রদান করা, ১০ শয্যা বিশিষ্ট জরুরি বিভাগ। এছাড়াও উডল্যান্ডসে সর্বদা উৎকৃষ্ট চিকিৎসা পাওয়া যায়। দশটির মধ্যে চারটি শয্যায় রয়েছে ভেন্টিলেটর, যা গুরুতর অসুস্থ রোগীদের অপরিহার্য। জরুরি বিভাগে ছোটখাটো অস্ত্রোপচারের জন্য একটি procedure room। রেডিওলজিক্যাল পরীক্ষার সুবিধা রয়েছে, যার ফলে আঘাত ও দুর্ঘটনার ক্ষেত্রে দ্রুত রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা সম্ভব।
হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শ্রী রূপক বড়ুয়া বলেন, “পশ্চিমবঙ্গের প্রথম হাসপাতাল হিসেবে আমাদের জরুরি বিভাগের জন্য NABH স্বীকৃতি পেয়ে আমরা গর্বিত। এই মাইলফলক রোগী-কেন্দ্রিক যত্নের প্রতি আমাদের নিষ্ঠার মান বাড়িয়েছে এবং জরুরি চিকিৎসা পরিষেবায় আমাদের প্রথম সারির হিসেবে প্রতিপন্ন করেছে ।”