ফুরফুরার ইফতার থেকে বাংলার সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

IMG-20250317-WA0206

সোমবার বিকেলে ফুরফুরার ইফতার থেকে বিরোধীদের সেই ‘কুৎসা’র জবাব দিলেন মমতা। সম্প্রীতি-ঐক্যের বার্তা দিয়ে তিনি জানান, রাজ্যের অন্যান্য সব ধর্মাবলম্বীর উৎসবে তিনি শুভেচ্ছা জানান।
এদিন ফুরফুরায় অনুষ্ঠানে পৌঁছে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন, বিরোধীদের এই ‘ধর্মের রাজনীতি’র অভিযোগ নিয়ে তিনি বিরক্ত। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি যখন দুর্গা পুজো করি, কালী পুজো করি তখন তো কেউ এই প্রশ্ন তোলেন না। তাহলে ইফতারে যোগ দিলে প্রশ্ন উঠছে কেন?”
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মনে রাখবেন আমি যেমন খ্রীশ্চানদের অনুষ্ঠানে যায় তেমনই ঈদ মুবারকেরও যায়। ইফতার নিজে করি, পাঞ্জাবিদের গুরর দোয়ারেও যায়, প্রতিটি ধর্মের অনুষ্ঠানেই আমি যায়। কারণ, আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি। তাই যেমন দোলের শুভেচ্ছা জানিয়েছি তেমনই রমজানে সকলের দোয়া প্রার্থনা করেছি।”
প্রায় এক দশক পর ইফতারে ফুরফুরায় এলেন তিনি। সেখানে সরকারি ইফতারে অংশ নেন। উপস্থিত ছিলেন ফুরফুরার পীরজাদারা। তাঁদের সঙ্গে আলাপ-আলোচনাও সারেন মুখ্যমন্ত্রী।
একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ফুরফুরায় যে পলিটেকনিক কলেজ এবং ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়েছে তা আবু বকর সাহেবের নামেই নামকরণ করা হবে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement