ভুতুড়ে ভোটার খুঁজতে ব্লকে ব্লকে কমিটি গড়ার নির্দেশ অভিষেকের

IMG-20250315-WA0221

ভোটার তালিকায় স্ক্রুটিনি নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার মহাবৈঠকে বসেছিলেন। রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের বিশেষ সাংগঠনিক ভার্চুয়াল বৈঠকে বার্তা দিলেন। এই বৈঠক থেকে ভূতুড়ে ভোটার খুঁজতে জেলাভিত্তিক কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়। কমিটি গঠনের জন্য সময়সীমাও বেঁধে দিয়েছেন। তিনি বলেন, আপোশ নয়, কেবলমাত্র লড়াই আমাদের বেঁচে থাকার রসদ এবং এগিয়ে চলার উপজীব্য। নির্বাচন কমিশনের সাথে যোগসাজশে বিজেপি বাংলার ভোটারদের ভোটাধিকার বঞ্চিত করার ষড়যন্ত্র করছে।
এদিন দলের নেতাদের সঙ্গে বৈঠকে অভিষেক বলেন,
স্পষ্ট বোঝা যাচ্ছে, EPIC নম্বর কারচুপির লাভবান দল একমাত্র বিজেপি। হরিয়ানা, গুজরাট, মহারাষ্ট্র, দিল্লিতে ভোটার তালিকায় যে কারচুপি হয়েছে বিজেপি তাতে জয়লাভ করেছে, এই বাংলায় তা হতে দেবো না। বিজেপি ক্ষমতায় আসার পর কমিশনের ভূমিকা নিন্দাজনক বলেও তিনি মন্তব্য করেন। একইসঙ্গে তাঁর অভিযোগ, পরিযায়ী শ্রমিকদের ভোট দিতে না দেওয়ার চক্রান্ত করছে বিজেপি।
এদিন দুটি সাংগঠনিক দলীয় পদ গঠন করা হয়েছে। তিনি বৈঠক থেকে বলেন, আমার সহযোদ্ধাদের অনুরোধ করছি, এলাকার প্রতিটি বাড়িতে যান এবং বিজেপি বাংলা-বিরোধী মনোভাব, গরিব মানুষের ন্যায্য টাকা ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে এবং স্বৈরাচারী শক্তিরা কিভাবে তাদের বিষাক্ত নখদন্ত বের করে কুৎসা-অপপ্রচারে লিপ্ত, সেগুলি মানুষের কাছে প্রকাশ্যে আনুন। বিজেপির অপশক্তি, ক্রূরতা, হিংস্রতা এবং অত্যাচারের বিরুদ্ধে জবাব দিয়েছেন বাংলার মানুষ, আমরা ছাব্বিশের নির্বাচনী নাশকতা সফল হতে দেব না। বাংলা লড়বে। বাংলা জয়ী হবে বলে উল্লেখ করেন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement