তিনদিনের উত্তর পূর্ব ভারত সফরে স্বরাষ্ট্রমন্ত্রী

IMG-20250314-WA0425

তিন দিনের উত্তর-পূর্ব সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। টানা তিন দিনের সফরে শুক্রবার রাতেই অসমের যোজরহাটের উদ্দেশে রওনা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর সেখান থেকে যাবেন গোলাঘাট জেলার দেড়গাঁওয়ে। মণিপুরে যখন ধাপে ধাপে চড়ছে অশান্তির পারদ, সেই আবহেই উত্তর-পূর্ব ভারত সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও স্বরাষ্ট্রমন্ত্রীর যে সফরসূচি প্রকাশ করেছে, তাতে মণিপুরের কোনও উল্লেখ নেই। দেড়গাঁওয়ের লাচিত বারফুকান পুলিশ ব্যারাকে রাত্রিযাপন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার সকালে সেটিরই উদ্বোধন করার কথা শাহের। একই সঙ্গে দ্বিতীয় পর্বের সংস্কার কাজের শিলান্যাসও করবেন। সম্প্রতি মিজোরামের রাজধানী আইজল থেকে ১৫ কিলোমিটার দূরে জোখাওসাংয়ে অসম রাইফেলসকে স্থানান্তরিত করার কাজ শুরু করা হয়েছে। মিজোরামে গিয়ে সেই স্থানান্তরিত অনুষ্ঠানেই যোগ দেবেন শাহ। তারপর সন্ধ্যায় ফিরে আসবেন গুয়াহাটিতে। রবিবার সকালে শাহের যাওয়ার কথা অসমের কোকরাঝাড়ের দটমায়। সেখানে বোরোদের ছাত্র সংগঠনের ৫৭তম বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার কথা তাঁর। সেখানে উপস্থিত থাকার কথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মারও। এর পর বিকেলে গুয়াহাটি ফিরে উত্তর-পূর্বের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক রয়েছে। উত্তর-পূর্ব ভারতের আট রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় ন্যয় সংহিতার সেই রাজ্যগুলিতে রূপায়ন নিয়ে বৈঠক সারবেন তিনি। তারপর রাতের দিকে ফের ফিরবেন নয়াদিল্লি।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement