হিন্দু বিরোধিতার অভিযোগ তুলে প্রতিবাদ জানাতে কালো জামা পরে বিধানসভায় গিয়েছিলেন বিজেপি বিধায়করা। ধর্মের নামে সঙ্কীর্ণ রাজনীতির অভিযোগ পাল্টা অভিযোগে মঙ্গলবার উত্তাল হল বিধানসভা। বিধানসভার অভ্যন্তরে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগে এদিন সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিজেপি বিধায়ক শংকর ঘোষ বলেন, বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভাষণের সময় আমরা নানা প্রশ্ন করছিলাম। তখন হঠাৎ দেখা যায় বিজেপি বিধায়কদের মতো কালো জামা পরা একজন লোক বিধানসভার ভিতরে ঢুকে ভিডিয়ো রেকর্ডিং করছে। আমরা বিষয়টা স্পিকারের গোচরে আনলেও তিনি ওই ব্যক্তিকে ধরতে তৎপর হননি। আমাদের ধারণা কলকাতা পুলিশের নিরাপত্তায় ওই ব্যক্তি বিধানসভায় ঢুকেছেন। সম্ভবত বিধানসভার অভ্যন্তরে শুভেন্দু অধিকারীকে খুনের পরিকল্পনা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বক্তব্য রাখতে গেলে শঙ্কর ঘোষ-সহ বিজেপি বিধায়করা তুমুল হইহট্টোগোল শুরু করে বলে অভিযোগ। বাংলায় হিন্দুরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ করেন তাঁরা।
মুখ্যমন্ত্রীর চেয়ার ভাঙার প্রসঙ্গ টেনে শঙ্কর ঘোষ বলেন, “আপনি বলেন, সত্যের জন্য কোনও কিছু ত্যাগ করা যায় না। তাহলে আমি নিশ্চিয়ই আশা করব আপনি স্বীকার করবেন এই বিধানসভার সদস্য না হয়েও আপনি বিধানসভা ভাঙার কাজে যুক্ত ছিলেন।” অতীতে একাধিকবার এই অভিয়োগ করেছেন বিরোধী দলনেতাও। এরপরই মমতা পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে জানিয়ে দেন, “প্রমাণ দিতে পারলে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেব।”