বঙ্গের ভুয়ো ভোটার ইস্যুতে জাতীয় কমিশনের দুয়ারে দুই ফুল

IMG-20250311-WA0267

ভূতুড়ে ভোটার ইস্যুতে গত ২৭ ফেব্রুয়ারি থেকে সরগরম বঙ্গ রাজনীতি। ভুয়ো ভোটার নিয়ে সুর চড়িয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। পাল্টা বিজেপির অভিযোগ, বাংলাদেশি ভোটারদের নাম ঢুকিয়ে বাংলার ক্ষমতা ধরে রাখতে চাইছে তৃণমূল। মঙ্গলবার এই ভূতুড়ে ভোটার ইস্যুতেই দিল্লিতে এক ঘণ্টার ব্য়বধানে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল ও বিজেপি। বিজেপির তরফে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্য,জগন্নাথ সরকার,জ্যোতির্ময় সিং মাহাতো, খগেন মুর্মু,অভিজিৎ গঙ্গোপাধ্যায়,জয়ন্ত রায়, মনোজ টিজ্ঞা,কার্তিক পালরা। তৃণমূলের প্রতিনিধি দলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েনের মতো সিনিয়র সাংসদরা। কমিশন থেকে বেরনোর পর সুকান্ত বলেন, “নির্বাচনের সময় বাংলায় হিংসার বাতাবরণ তৈরি হয়। অন্যান্য রাজ্যে যেভাবে ভোটার লিস্ট সংশোধিত হওয়া সম্ভব। সেটা বাংলায় সম্ভব হচ্ছে না। সেই জন্য আমরা চেয়েছি বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন কমিশনের লোক পুরো বিষয়টি খতিয়ে দেখুক। আমরা অত্যন্ত সিরিয়াস এই ব্যাপারে। নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে এই ভুয়ো লোকজন বাদ যায়।”
আক্ষেপের সুরে কল্যাণ বলেন, “নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত। অথচ তাঁরা মানুষের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন। এটা দুর্ভাগ্যের।”
দুতরফের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কমিশন। সময় বলবে, বাংলা থেকে সত্যি ভূতুড়ে ভোটার নির্মূল হবে কিনা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement