যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে পথে নামলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাইকোর্টের অনুমতিতে রবিবার সকালে প্রিন্স আনোয়ারশাহ রোড ধরে যাদবপুর থানার সামনে পর্যন্ত একটি মিছিল করেন তিনি। শুভেন্দুর সঙ্গেই মিছিলে হাঁটছেন কৌস্তভ বাগচি, ইন্দ্রনীল খাঁয়েদের মতো নেতারা। রয়েছেন আরও একাধিক প্রথমসারির নেতা। ‘মার্ক্সবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে’-র মতো স্লোগানও তুললেন গলা ছেড়ে। মিছিল থেকে ব্রাত্য বসু, ওমপ্রকাশ মিশ্রদের গ্রেফতারের দাবি ওঠে। এদিন পোস্টার নিয়ে আসেন বিজেপি কর্মীরা। বিজেপির দাবি, যাদবপুরের ভিতরের যে অচলাবস্থা তার দায় সিপিএম এবং তৃণমূলের।
তিনি বলেন, আগামী ১৬ তারিখ যাদবপুর বিধানসভার সব বিজেপি কর্মীদের নিয়ে একটি কর্মসূচি হবে বলে জানান৷ মিছিলের মূল লক্ষ্য ছিল শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্যের অবসান ঘটানো এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে সিপিএম ও তৃণমূলের বিশৃঙ্খলার প্রতিবাদ করা ৷ রাজ্য যুব মোর্চা ও বিজেপির দক্ষিণ কলকাতা এবং যাদবপুর সাংগঠনিক জেলার ডাকে এই ধিক্কার মিছিল হয়।
বিরোধী দলনেতা বলেন, “আমরা শুধু আজ কর্মসূচি নিচ্ছি এমনটা নয়। ১৬ তারিখে আমরা যাদবপুরে নাগরিক কনভেনশন করব। উচ্চমাধ্য়িক শেষ হলে বাইরে আমরা কাজ করব। লাগাতার জনজাগরণ করব। এই মাকুদের রাষ্ট্রবিরোধী শক্তিকে উপরে ফেলার কাজ ভারতীয় জনতা পার্টি করবে।”