যাদবপুরের ঘটনায় প্রতিবাদে পথে নাগরিক সমাজ

IMG-20250309-WA0229

রবিবার ফের পথে নামলেন নাগরিকরা। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় বিচারহীন ৭ মাস। এই পরিস্থিতিতে আরজিকর কাণ্ড থেকে যাদবপুর দুইয়ের প্রতিবাদে ফের রাস্তায় নামল নাগরিক সমাজ। হাজরা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত দীর্ঘ মিছিল করেন তারা। এদিন জোড়া মিছিল শুরু হয় বিকেল ৪টেয়। যা মিলিত হবে রানুছায়া মঞ্চে। মিছিলে অংশ নিয়েছেন অভয়া মঞ্চ, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসের সদস্যরা। মিছিলে পা মিলিয়েছেন যাদবপুরের ছাত্ররাও। এদিন নাগরিক মিছিলে অংশ নিয়েছিলেন ইন্দ্রানুজের বাবাও।
তিনি জানিয়েছেন, ভিসি, প্রোভিসি যোগাযোগ করেছিলেন। বিশ্ববিদ্যালয় মুক্ত চিন্তার জায়গা। যত দ্রুত আলোচনার দরজা খোলা যাবে ততই জটিলতা কাটবে। যে কোনও বিষয় আলোচনার মাধ্যমে জট কাটবে। ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করা হোক।
জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ও অভয়া মঞ্চের তরফে সম্মিলিতভাবে একটি বিবৃত জারি করা হয়। যেখানে বলা হয়, “শাসকের ঔদ্ধত্য আর দম্ভ মনে করায় তারা খুন করতে পারে, করাতে পারে, অপরাধীদের আড়াল করতে পারে, সন্দেহজনক ওষুধের দায় এড়াতে পারে। শিক্ষামন্ত্রী নিজে শিক্ষক হয়েও ছাত্রছাত্রীদের গাড়ির চাকায় পিষে ফেলতে পারে। চূড়ান্ত দাম্ভিক প্রশাসন প্রতিটি ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থাগ্রহণ দূরের কথা, অপরাধের উৎসমুখ থেকে প্রমাণ লোপাট করে প্রতিটি ঘটনাকে লঘু ও ধামাচাপা দিতে পারে। নাগরিক সমাজ তাই আজ ক্ষুদ্ধ, ক্রুদ্ধ এবং যন্ত্রণাবিদ্ধ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা শঙ্কিত। আমরা রাস্তায় ছিলাম, আছি।”
হাজরা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত দীর্ঘ মিছিল করেন তারা। বহু চিকিৎসক উপস্থিত ছিলেন সেই মিছিলে। তাঁদের দাবি, আরজি করের ঘটনার বিচার মেলেনি। যাদবপুরের ঘটনাও মেনে নেওয়া যায় না।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement