চলতি গ্রীষ্মে বিভিন্ন কুলিং যন্ত্রের মাধ্যমে চাহিদা মেটানোর জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র। এক বিশাল পরিসরের বাণিজ্যিক রেফ্রিজারেশন প্রোডাক্ট লঞ্চ করল পরিষেবা প্রদানকারী ব্লু স্টার। সংস্থার পক্ষ থেকে বাণিজ্যিক রেফ্রিজারেশন ব্যবসা আরও সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং দেশে ক্রমবর্ধমান বাজারের সুযোগকে কাজে লাগাতে চায় বলে জানানো হয়েছে। একইসঙ্গে বিভিন্ন সেক্টর যেমন হর্টিকালচার, ফ্লোরিকালচার, কলা পাকানোর ইউনিট, ডেয়ারি, আইসক্রিম, পোলট্রি, প্রসেসড ফুড, কুইক সার্ভিস রেস্টুরেন্ট, হোটেল রেস্টুরেন্ট ক্যাটারার, সেরিকালচার, মেরিন, ফার্মাসিউটিক্যাল ও স্বাস্থ্যসেবায় এই বিশেষ ধরণের নতুন রিফ্রেইজেরেটর ব্যবহার করা হচ্ছে। ডিপ ফ্রিজ, স্টোরেজ ওয়াটার কুলার, বোতলজাত পানীয়ের ডিসপেনসার, ভিসি কুলার/ফ্রিজার, কোল্ড রুম এবং বিভিন্ন সামগ্রী উপলব্ধ রয়েছে। এই বিষয়ে সংস্থার ভাইস প্রেসিডেন্ট জি হিংঙ্গরানি জানান, বর্তমানে সংস্থার ৫টি ম্যানুফ্যাকচারিং ইউনিট। প্রায় ২৫ বছরের পুরোনো দাদরার সেন্টারটি আগামী দিনে আরো বৃহৎ করার পরিকল্পনা রয়েছে।

এছাড়া প্রতিযোগিতার বাজারে আমাদের গত বছরে বিক্রির হার দ্বিতীয়। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, উত্তর পূর্ব ভারতেও আমরা বাণিজ্যিক ভাবে ব্যবসা বৃদ্ধি করেছি।