মুম্বই: বাবাকে প্রচণ্ড ভালবাসতেন প্রিয়াঙ্কা চোপড়া। মায়ের তুলনায় বাবা ডঃ অশোক চোপড়া তাঁর বেশি কাছের মানুষ ছিলেন। নিজের হাতেও ট্যাটু করিয়েছেন প্রিয়াঙ্কা ‘ড্যাডিজ লিটল গার্ল’। ২০১৩ সালে মারা যান প্রিয়ঙ্কার ডঃ বাবা অশোক চোপড়া। বাবার মৃত্যুশোকের মাঝেই মায়ের জন্য চোখ ধাঁধানো, জাঁকজমকপূর্ণ এক পার্টির আয়োজন করেছিলেন ‘দেশি গার্ল’। মাকে ‘উপহার’ দেবেন বলে সাজিয়ে এনেছিলেন জন আব্রাহামকেও! সম্প্রতি, এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া এই কাণ্ডের কথা ফাঁস করেন। জানান, বাবার মৃত্যুর ৫ দিন পরেই ঘটা করে তাঁর জন্মদিন উদ্যাপন করেন প্রিয়ঙ্কা। সঙ্গে ‘উপহার’ হিসেবে দিয়েছিলেন জন আব্রাহামকেও। মধু চোপড়ার কথায়, “প্রিয়াঙ্কার বাবা মারা গিয়েছিলেন ১০ জুন। আর আমার জন্মদিন ১৬ জুন। বাড়িতে তখন শোকের আবহ। প্রচুর আত্মীয় স্বজন এসেছেন। এমন অবস্থায় মায়ের জন্মদিন উদ্যাপন করার সিদ্ধান্ত নেন প্রিয়ঙ্কা। আর তা করেওছিল। আমাদের আত্মীয়দের অনেকেই এই কাণ্ড দেখে নাক সিঁটকেছিলেন, খানিক নিন্দাও করেছিলেন এই বলে যে স্বামীর মৃত্যুর শোক এত জলদি ভুলেও যাওয়া যায়…এসব কথা আর কী। প্রিয়াঙ্কা বাড়িতে থাকা আত্মীয় স্বজনদের থেকে যেতে বলে জমিয়ে পার্টি দিল। এবং বলেছিল – ‘হ্যাঁ, বেশ করছি। মায়ের জন্মদিন উদ্যাপনে পার্টি-ই হবে, কারণ বাবা বেঁচে থাকলে তিনিও ঠিক এটাই চাইতেন!’“আমার বহু আত্মীয় স্বজন সেই সময়ে আমার নিন্দা করেছিলেন এই বলে যে ‘দ্যাখো, দ্যাখো, স্বামীর মৃত্যুর পর কয়েকদিন কেটেছে কী কাটেনি এখনই নাচানাচি করছে’। তবে আমার যুক্তি ছিল নিজের কাছে যে আমার ছেলে-মেয়েরা এত কষ্ট করে এমন একটা সন্ধ্যার আয়োজন করেছে আর আমি মাটি করব? আরে, ওরাও তো কষ্ট পাচ্ছে, ওরাও তো ওদের বাবাকে হারিয়েছে। কিন্তু তার মধ্যেও স্রেফ আমার মুখ চেয়ে এসব করেছে আর এভাবেই ওদের বাবাকে ওরা সম্মান জানাচ্ছে। তাই আমিও মত দিয়েছিলাম।”কথাশেষে মধু চোপড়া যোগ করেন যে জন আব্রাহাম ওঁর খুব প্রিয় অভিনেতা। সেটা প্রিয়াঙ্কা জানতেন। তাই সেই জন্মদিনের পার্টিতে জন আব্রাহামকেও তিনি নিয়ে এসেছিলেন। মায়ের ‘উপহার’ হিসেবে!