শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা ঘিরে বামেদের বিরুদ্ধে আক্রমণ ওয়েবকুপার

IMG-20250303-WA0265(2)

শনিবার রণক্ষেত্রর চেহারা নিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠন। একাধিক ছাত্র আহত হয়েছে বলে যেমন দাবি, তেমনই শিক্ষামন্ত্রী সহ একাধিক অধ্যাপককে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। এবার সাংবাদিক বৈঠক করে ওয়েবকুপা দাবি করল, শিক্ষামন্ত্রীর গাড়িতে পরিকল্পনা করেই হামলা করা হয়েছে।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অধ্যাপক এবং শিক্ষক প্রতিনিধিরা এসেছিলেন সম্মেলনে। সংগঠনের দাবি, প্রায় সাড়ে তিন-চার হাজার প্রতিনিধি ছিলেন সেখানে। ওয়েবকুপা সোমবার সাংবাদিক বৈঠকে দাবি করেছে, সভায় যারা উপস্থিত ছিল তারা তৃণমূলের গুণ্ডাবাহিনী বলে রটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু অনুষ্ঠানই ছিল অধ্যাপকদের। গোটা রাজ্য থেকেই অধ্যাপকরা এসেছিলেন।
ওয়েবকুপা-র অধ্যাপকরা বলেন, ”পয়লা মার্চ নানা কুরুচিকর মন্তব্য হচ্ছিল। আমরা অত্যন্ত শান্তিপূর্ণ উপায়ে হ্যান্ডেল করি। আমায় মারধর করে। ওপেন এয়ার থিয়েটারে ব্যানার ছিঁড়ে বাঁশের খুঁটিকে বল্লমের মতো ব্যবহার করে অধ্যাপকদের দিকে ছুঁড়ে মারে। অশালীন মন্তব্য করতে শুরু করে। এসএফআই এর ছেলেরা ব্রাত্য বসুর সঙ্গে দেখা করে আবেদন জানান। এরপর অন্য একটি ছাত্র সংগঠন তাঁর সঙ্গে আলোচনা করতে চায়। ৪ জনের অনুমতি দিলেও তারা আরো অনেকে আসতে চান। বেলা ২টো থেকে ৪ টে পর্যন্ত অধ্যাপকদের উপর হামলা চলেছে।”
ওয়েবকুপার দাবি, তাঁরা যা বলতে চেয়েছিলেন, যা ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন তা সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে পাল্টা অভিযোগ করা হল, বিশ্ববিদ্যালয়ে নাকি দুষ্কৃতীরা ঢুকে পড়েছিল। সুরেন্দ্রনাথ, আশুতোষ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের লোকও নাকি সেখানে ছিল। এই অভিযোগ সর্বৈব মিথ্যে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement