১৪ জানুয়ারির গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বিশ্ব ঘটনাবলি

New-Project-5-11

১৪ জানুয়ারি তারিখে ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। যেমন:-
১৭৬১: পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয় (আহমদ শাহ আবদালি মারাঠাদের পরাজিত করেন)।
১৭৮৪: আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে শান্তিচুক্তিতে স্বাক্ষর হয়।
১৯০৭: জ্যামাইকায় ভয়াবহ ভূমিকম্পে কিংস্টন শহর ধ্বংস হয় এবং এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়।
১৯৪৩: দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মিত্রশক্তির নেতাদের (চার্চিল ও রুজভেল্ট) মধ্যে ক্যাসাব্লাঙ্কা সম্মেলন শুরু হয়।
১৯৫৩: জোসিপ ব্রোজ টিটো যুগোস্লাভিয়ার প্রথম রাষ্ট্রপতি হন।
১৯৬৯: মাদ্রাজের (বর্তমান চেন্নাই) নাম পরিবর্তন করে তামিলনাড়ু করা হয়।
১৯৮২: ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ২০ দফা কর্মসূচির ঘোষণা দেন।
১৯৮৯: এলাহাবাদে (প্রয়াগরাজ) ১২ বছর পর কুম্ভমেলার সূচনা হয়।
২০০৫: ক্যাসিনি–হুইজেন্স যান শনির উপগ্রহ টাইটানে অবতরণ করে—বহিঃসৌরজগতে এটি ছিল প্রথম অবতরণ।
গুরুত্বপূর্ণ জন্ম, মৃত্যু ও বিশেষ ঘটনাবলি:
১৫৫১: আকবরের নবরত্নদের একজন আবুল ফজলের জন্ম।
১৯২৬: লেখিকা ও সমাজকর্মী মহাশ্বেতা দেবীর জন্ম।
১৯৩৭: ছায়াবাদী কবি জয়শঙ্কর প্রসাদের মৃত্যু।
২০১৬: অভিনেতা ও পরিচালক অ্যালান রিকম্যানের মৃত্যু।
অন্যান্য উল্লেখযোগ্য ঘটনা:
১৭৫৮: ইংল্যান্ডের রাজা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে যুদ্ধে জয়লাভ করে অর্জিত সম্পত্তি নিজেদের কাছে রাখার অধিকার দেন।
১৭৬০: ফরাসি জেনারেল লালি পুদুচেরি ইংরেজদের কাছে সমর্পণ করেন।
১৭৮৪: আমেরিকার স্বাধীনতা যুদ্ধে জয়ের পর সরকার ব্রিটেনের সঙ্গে শান্তিচুক্তি করে।
১৮০৯: নেপোলিয়ন বোনাপার্টের বিরুদ্ধে ইংল্যান্ড ও স্পেন জোটবদ্ধ হয়।
১৮৬৭: পেরু স্পেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯০৭: জ্যামাইকায় ভূমিকম্পে কিংস্টন শহর ধ্বংস হয় এবং এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়।
১৯১৮: ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী জোসেফ কাইয়োকে দেশদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়।
১৯৫০: ইরানে মুহাম্মদ সাঈদ সরকার গঠন করেন।
১৯৮২: ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ২০ দফা কর্মসূচির ঘোষণা দেন।
১৯৮৫: হুন সেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
১৯৮৬: গুয়াতেমালায় ভিনিসিও সেরেজো ছয় বছরের মধ্যে প্রথম অসামরিক রাষ্ট্রপতি হন।
১৯৮৯: এলাহাবাদে বারো বছর পর অনুষ্ঠিতব্য কুম্ভমেলার সূচনা হয়।
১৯৯২: ইসরায়েল জর্ডনের সঙ্গে শান্তি আলোচনা শুরু করে।
পোল্যান্ডের একটি জাহাজ বাল্টিক সাগরে ডুবে ৫৪ জনের মৃত্যু হয়।
১৯৯৪: ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র মস্কোতে পারমাণবিক অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করে।
১৯৯৮: পাকিস্তানে আফগান কার্গো বিমানের দুর্ঘটনায় ৫০ জনের মৃত্যু হয়।
১৯৯৯: বুলেন্ট এজেভিত তুরস্কের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হন।
২০০১: এল সালভাদরে ভূমিকম্পে ২৩৪ জনের মৃত্যু হয়।
২০০৭: নেপালে অন্তর্বর্তীকালীন সংবিধান গৃহীত হয়।
২০১০: অস্ট্রেলিয়ার মেলবোর্নের নিকটবর্তী ক্র্যানবোর্নে নানকসর তাথ গুরুদ্বারের চারদেয়ালের ভেতরে নির্মীয়মাণ একটি ভবনে অগ্নিসংযোগের ফলে ক্ষতি হয়।
২০১০: মুম্বাইয়ের আয়কর বিভাগ চ্যারিটি সংস্থা সেজে কর এড়িয়ে যাওয়া ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-কে বাণিজ্যিক সংস্থা হিসেবে গণ্য করে এবং কর ও জরিমানা বাবদ ১২০ কোটি টাকা পরিশোধের নির্দেশ দেয়।
জন্মদিন:
১৫৫১: আবুল ফজল — মুঘল আমলে আকবরের নবরত্নদের একজন।
১৯১৯: কাইফি আজমি — উর্দুর প্রখ্যাত কবি; হিন্দি চলচ্চিত্রের জন্য বহু গজল ও গান রচনা করেছেন।
১৯৭৭: নারায়ণ কার্তিকেয়ন — ভারতের একমাত্র ফর্মুলা ওয়ান চালক।
১৯২৬: মহাশ্বেতা দেবী — প্রখ্যাত লেখিকা ও সমাজকর্মী।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement