বিশ্বজুড়ে ৭ জানুয়ারির ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা

january-th-calendar-icon-vector-concept-schedule-business-tasks-illustration-256486675

৭ জানুয়ারি দিনটি ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনার জন্য পরিচিত। এই দিনই ১৬১০ সালে গ্যালিলিও বৃহস্পতি গ্রহের উপগ্রহ আবিষ্কার করেন, ১৯২৭ সালে প্রথম ট্রান্স-আটলান্টিক টেলিফোন কল হয়, ১৯৬৮ সালে নাসা সার্ভেয়ার–৭ উৎক্ষেপণ করে, ১৯৯০ সালে পিসার হেলানো মিনার বন্ধ করে দেওয়া হয় এবং ১৯৮৯ সালে জাপানের সম্রাট আকিহিতো সিংহাসনে আরোহণ করেন। একই সঙ্গে, ভারতের অভিনেতা ইরফান খান (১৯৬৭) এবং অভিনেত্রী বিপাশা বসু (১৯৭৯)-এর জন্মদিনও এই দিনে পড়ে।
গ্রেগরীয় ক্যালেন্ডার অনুযায়ী ৭ জানুয়ারি বছরটির সপ্তম দিন। বছরে এখনও ৩৫৮ দিন বাকি থাকে (অধিবর্ষে ৩৫৯ দিন)।
প্রধান ঘটনা~
১৬১০: জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলেই বৃহস্পতির চারটি বড় উপগ্রহ (আইও, ইউরোপা, গ্যানিমিড, ক্যালিস্টো) প্রথমবার পর্যবেক্ষণ করেন।
১৭১৪: প্রথম টাইপরাইটারের জন্য পেটেন্ট জারি হয়।
১৭৮২: ফিলাডেলফিয়ায় যুক্তরাষ্ট্রের প্রথম বাণিজ্যিক ব্যাংক — ব্যাংক অব নর্থ আমেরিকা — খোলা হয়।
১৭৮৫: ফরাসি উদ্ভাবক জ্যঁ-পিয়ের ব্লঁশার গরম হাওয়ার বেলুনে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন।
১৭৮৯: জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৮৫৯: ১৮৫৭ সালের বিদ্রোহ-সংক্রান্ত মামলায় মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের বিরুদ্ধে শুনানি শুরু।
১৯২৭: নিউইয়র্ক ও লন্ডনের মধ্যে প্রথম ট্রান্সআটলান্টিক টেলিফোন কল হয়।
১৯৪০: ‘উইন্টার ওয়ার’-এ ফিনল্যান্ড সোভিয়েত সেনাকে পরাজিত করে।
১৯৬৮: নাসা চাঁদে অবতরণের লক্ষ্যে সার্ভেয়ার–৭ উৎক্ষেপণ করে।
১৯৯০: নিরাপত্তাজনিত কারণে পিসার হেলানো মিনার সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়।
১৯৯৯: মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিনটনের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া সেনেটে শুরু হয়।
২০১০: বুর্জ খলিফার কাঁচ পরিষ্কারকাজ গিনেস বুকে লিপিবদ্ধ হয়।
১৮৫৯: সিপাহী বিদ্রোহে সম্পৃক্ততার অভিযোগে বাহাদুর শাহ জাফর (দ্বিতীয়)-এর বিরুদ্ধে শুনানি শুরু।
১৯২৩: রোজউড হত্যাকাণ্ড সমাপ্ত।
১৯২৭: আটলান্টিক পার টেলিফোন সেবা শুরু — লন্ডন ও নিউইয়র্ক এতে যুক্ত হয়।
১৯৫০: জনপ্রিয় কৌতুক অভিনেতা জনি লিভারের জন্ম।
১৯৯০: ইতালিতে পিসার হেলানো মিনারকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করে ইতিহাসে প্রথমবার বন্ধ করা হয়।
১৯৯৯: মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিনটনের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া সেনেটে শুরু।
২০০৪: ইন্দোনেশিয়ার সুপ্রিম কোর্ট বালি বিস্ফোরণের আসামি আমরোজির মৃত্যুদণ্ড বহাল রাখে।
২০১০: ২,৭১৭ ফুট উঁচু দুবাইয়ের বুর্জ খলিফার ১২,৯২৫০০ বর্গফুট কাঁচ উদ্বোধনের সময়ই পরিষ্কার করা হয়— যা গিনেস রেকর্ডে অন্তর্ভুক্ত হয়।
২০১০: এলটিটিই প্রধান ভি. প্রভাকরণের পিতা থিরুভেক্কডম ভেলুপিল্লাই কলম্বোতে সামরিক হেফাজতে মৃত্যুবরণ।
২০১০: জম্মু–কাশ্মীরের শ্রীনগরের ঐতিহাসিক লালচকে একটি হোটেলে লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর প্রায় ২২ ঘণ্টার সংঘর্ষ দুই জঙ্গির মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়।
২০১৫: প্যারিসে ব্যঙ্গ-পত্রিকা শার্লি এবদোর দফতরে গুলিবর্ষণে ১২ জন নিহত।
জন্ম~
১৯৫৭: অভিনেত্রী রীনা রায়
১৯৬৭: অভিনেতা ইরফান খান
১৯৭৯: অভিনেত্রী বিপাশা বসু
১৯২২: পিয়ের রাঁপাল — ফরাসি বাঁশিবাদক (মৃত্যু ২০০০)
১৯৫০: জনি লিভার — হিন্দি চলচ্চিত্রের কৌতুক অভিনেতা
১৯৫৭: রীনা রায় — হিন্দি চলচ্চিত্রের অভিনেত্রী
১৯৭৯: বিপাশা বসু — হিন্দি চলচ্চিত্রের অভিনেত্রী
মৃত্যু~
১৯০৪: নিকোলা টেসলা (উড্ডয়ন-সম্পর্কিত অবদানের জন্য খ্যাত আবিষ্কারক)
১৯৬৬: বিমল রায়ের মৃত্যু
২০১০: এলটিটিই প্রধান প্রভাকরণের পিতার সামরিক হেফাজতে মৃত্যু
২০১৭: মারিও সোয়ারেস — পর্তুগালের সাবেক রাষ্ট্রপতি।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement