ইতিহাসে ৫ জানুয়ারি দিনটি বহু গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী।
১৬৭১ সালে শিবাজি মহারাজের সালহার দখল,
১৯৭১ সালে প্রথম একদিনের ক্রিকেট ম্যাচ,
এবং ১৯৯২ সালে বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের মুক্তি
এছাড়া এই দিনে ১৫৯২ সালে শাহজাহানের জন্ম হয় এবং ২০১৪ সালে ভারতের যোগাযোগ উপগ্রহ জিএসএটি-১৪ সফলভাবে উৎক্ষেপণ করা হয়।
ভারতের ইতিহাসে ৫ জানুয়ারি:
১৫৯২: মুঘল সম্রাট শাহজাহানের জন্ম।
১৬৭১: ছত্রপতি শিবাজি মহারাজ মুঘলদের কাছ থেকে সালহার অঞ্চল দখল করেন।
১৯৪১: ভারতীয় ক্রিকেটার ও পাটৌদির নবাব মনসুর আলি খান পাটৌদির জন্ম।
১৯৫৯: ভারতের প্রথম প্রশাসনিক সংস্কার কমিশন গঠিত হয়।
২০০২: কাঠমান্ডুতে সার্ক শীর্ষ সম্মেলন শুরু; ভারত–পাকিস্তানের মধ্যে আলোচনা হয়।
২০১৪: ভারতের যোগাযোগ উপগ্রহ জিএসএটি-১৪ সফলভাবে কক্ষপথে স্থাপন।
২০২০: নিউজিল্যান্ডের ব্যাটসম্যান লিও কার্টার এক ওভারে ছয়টি ছক্কা মারেন।
বিশ্ব ইতিহাসে ৫ জানুয়ারি:
১৯১৪: ফোর্ড মোটর কোম্পানি কর্মীদের জন্য ৮ ঘণ্টার কর্মদিবস ও দৈনিক ন্যূনতম ৫ ডলার মজুরি ঘোষণা করে।
১৯৩৩: সান ফ্রান্সিসকোতে বিখ্যাত গোল্ডেন গেট ব্রিজ নির্মাণকাজ শুরু।
১৯৭১: প্রথম একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ক্রিকেট ম্যাচ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে মেলবোর্নে অনুষ্ঠিত হয়; অস্ট্রেলিয়া জয়ী হয়।
১৯৭২: মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন স্পেস শাটল কর্মসূচি ঘোষণা করেন।
২০০৫: বামন গ্রহ এরিস আবিষ্কৃত হয়।
অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা:
জাতীয় পাখি দিবস: ভারতে ৫ জানুয়ারি জাতীয় পাখি দিবস পালিত হয়।









