এসআইআর: প্রবাসী শ্রমিকদের জন্য হেল্পলাইন ও হোয়াটসঅ্যাপ পরিষেবা

688c5954add4f-bihar-sir-draft-electoral-role-010606951-16x9

রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগ, হেল্পলাইন ও হোয়াটসঅ্যাপ নম্বর সক্রিয়

কলকাতা: ভোটার তালিকার বিশেষ গভীর পুনর্বিবেচনা (এসআইআর)-র দ্বিতীয় পর্ব চলাকালীন, অন্য রাজ্যে কর্মরত পশ্চিমবঙ্গের প্রবাসী শ্রমিকদের উদ্বেগ মাথায় রেখে পশ্চিমবঙ্গ প্রবাসী শ্রমিক কল্যাণ বোর্ড বিশেষ উদ্যোগ নিয়েছে। এসআইআর-সম্পর্কিত যে-কোনো সমস্যার সমাধানের জন্য বোর্ড একটি বিশেষ হেল্পলাইন ও হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে, যাতে কোনো বৈধ ভোটার ভোটার তালিকা থেকে বাদ না পড়ে।
সোমবার শ্রমিক কল্যাণ দফতরে বোর্ডের চেয়ারম্যান ও রাজ্যসভা সাংসদ সামিরুল ইসলাম জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ব্যবস্থা করা হয়েছে। উদ্দেশ্য স্পষ্ট — দেশের যে-কোনো প্রান্তে বসবাসকারী বাঙালি প্রবাসী শ্রমিকদের এসআইআর প্রক্রিয়ায় সর্বাত্মক সহায়তা প্রদান করা।
সামিরুলের কথায়, প্রবাসী শ্রমিকরা এসআইআর-সংক্রান্ত নোটিস, শুনানি, নথিপত্র বা যে-কোনো ধরনের অসুবিধা হলে সরাসরি হেল্পলাইন নম্বর ১৮০০-১০৩-০০০৯-এ যোগাযোগ করতে পারবেন।
এ-ছাড়া দ্রুত সহায়তার জন্য ৭৬০৩০৯১১২২ এই হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করা হয়েছে, যেখানে বার্তা পাঠিয়ে নিজের সমস্যাটি নথিভুক্ত করা যাবে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য সরকারের তালিকাভুক্ত প্রায় দুই লক্ষ প্রবাসী শ্রমিককে ফোন ও এসএমএস-এর মাধ্যমে এই পরিষেবার খবর ইতিমধ্যেই জানানো হয়েছে।
তৃণমূল কংগ্রেস জানিয়েছে যে শুনানির জন্য ব্যক্তিগতভাবে হাজির হওয়া বাধ্যতামূলক নয়, তাই প্রবাসী শ্রমিকদের অযথা দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। প্রবাসী শ্রমিক কল্যাণ বোর্ড আশ্বাস দিয়েছে যে এসআইআর প্রক্রিয়ার সময় পশ্চিমবঙ্গের কোনো প্রবাসী শ্রমিকের অধিকার ক্ষুণ্ন না হয় — সে জন্য সব স্তরে সহায়তা অব্যাহত থাকবে।

About Author

Advertisement