জেলেনস্কি–ট্রাম্পের সাক্ষাতের আগে পুতিনের ‘আগুনঝড়’

Firefighters work on the site of a burning building after a Russian attack in Kyiv, Ukraine, early Thursday, Aug. 28, 2025. (AP Photo/Efrem Lukatsky)

নয়াদিল্লি: ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠকের এক দিন আগে, শনিবার ভোরে রাশিয়া মিসাইল ও ড্রোন দিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালায়। এতে একজনের মৃত্যু হয় এবং ২০-এর বেশি মানুষ আহত হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ব্যালিস্টিক মিসাইল ও ড্রোনের মাধ্যমে হওয়া এ আক্রমণের ফলে রাজধানীতে ঘন্টার পর ঘন্টা বিস্ফোরণ চলতে থাকে। হামলা শনিবার ভোরে শুরু হয়ে সূর্য ওঠা পর্যন্ত অব্যাহত ছিল।
জেলেনস্কি–ট্রাম্পের সাক্ষাতের আগে হামলা:
এই হামলাটি এমন সময় ঘটে, যখন প্রায় চার বছর ধরে চলা যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী আলোচনা এগিয়ে নিতে রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের প্রস্তুতি নিচ্ছেন। জেলেনস্কি বলেন, তিনি দোনেৎস্ক ও জাপোরিঝিয়া অঞ্চলে নিরাপত্তা নিশ্চয়তা এবং আঞ্চলিক বিষয়সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করার পরিকল্পনা করছেন।
জেলেনস্কি টেলিগ্রামে এক পোস্টে জানান, রাশিয়া প্রায় ৫০০টি ড্রোন এবং বিভিন্ন ধরনের ৪০টি মিসাইল দিয়ে ইউক্রেনকে লক্ষ্যবস্তু করেছে। তার মতে, কিয়েভের জ্বালানি ও নাগরিক অবকাঠামো ছিল প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, আক্রমণের কারণে কিছু এলাকায় বিদ্যুৎ নেই।
১০টি ভবন ক্ষতিগ্রস্ত:
স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেনকো টেলিগ্রামে জানান, হামলায় ১০-এরও বেশি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে মানুষকে উদ্ধার করা হচ্ছে। কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো এক বিবৃতিতে বলেন, আহতদের মধ্যে দু’জন শিশু রয়েছে এবং হামলাটি শহরের সাতটি স্থানকে প্রভাবিত করেছে। ক্লিমেনকো জানান, এক ধ্বংসস্তূপের নিচ থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
হামলায় ভবনে আগুন লাগে:
শহরের নিপ্রো জেলায় ১৮-তলা একটি আবাসিক ভবনে আগুন ধরে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি দল ঘটনাস্থলে পৌঁছে। তাকাচেঙ্কো আরও জানান, ডারনিত্সিয়া জেলায় ২৪-তলা একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওবোলনস্কি ও হোলোসিভস্কি জেলায়ও আগুন লাগে।
ইউক্রেনের জরুরি পরিষেবার মতে, বৃহত্তর কিয়েভ অঞ্চলে হামলায় শিল্প কারখানা ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিশহোরোদ জেলায় ধ্বংস হয়ে যাওয়া একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে একজনকে উদ্ধার করা হয়েছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement