বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই এগিয়ে গেল অস্ট্রেলিয়া

IMG-20251226-WA0018

মেলবোর্ন: অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে চতুর্থ অ্যাশেজ টেস্ট (বক্সিং ডে টেস্ট) শুক্রবার থেকে শুরু হয়েছে। ম্যাচের প্রথম দিনই ছিল প্রবল উত্তেজনাপূর্ণ, যেখানে স্বাগতিক অস্ট্রেলিয়া আবারও নিজেদের অবস্থান দৃঢ় করেছে। প্রথম দিনেই মোট ২০টি উইকেট পড়ে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস মাত্র ১৫২ রানে গুটিয়ে যায়। তার পর ইংল্যান্ডের অবস্থা আরও খারাপ হয়ে যায় এবং পুরো দল প্রথম ইনিংসে মাত্র ১১০ রানে অল-আউট হয়। ফলে প্রথম ইনিংসের ভিত্তিতে অস্ট্রেলিয়া ৪২ রানের লিড পায়।
এরপর দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৪ রান সংগ্রহ করে। স্কট বোল্যান্ড ৪ এবং ট্র্যাভিস হেড শূন্য রানে অপরাজিত রয়েছেন। এভাবে অস্ট্রেলিয়ার মোট লিড দাঁড়ায় ৪৬ রান। প্রথম দিন জুড়েই পেসারদের দাপট দেখা যায়।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে মাইকেল নেসার সর্বোচ্চ ৩৫ রান করেন। ৪৯ বলে ৭টি বাউন্ডারি তিনি হাঁকান। উসমান খাওয়াজা ২৯ ও অ্যালেক্স ক্যারি ২০ রানের অবদান রাখেন। ইংল্যান্ডের বোলারদের মধ্যে জশ ট্যাং সর্বাধিক ৫টি উইকেট নেন।
ইংল্যান্ডের প্রথম ইনিংসে ব্যাটাররা শুরু থেকেই চাপে পড়ে এবং দলটি মাত্র ২৯.৫ ওভারেই গুটিয়ে যায়। হ্যারি ব্রুক ৩৪ বলে ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৪২ রান করেন। গাস অ্যাটকিনসন করেন ২৮ এবং অধিনায়ক বেন স্টোকস যোগ করেন ১৬ রান।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে মাইকেল নেসার ৪টি এবং স্কট বোল্যান্ড ৩টি উইকেট দখল করেন। পাঁচ ম্যাচের এই সিরিজে অস্ট্রেলিয়া বর্তমানে ৩–০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement