গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিজেই পর্যালোচনা করবেন
কলকাতা: পবিত্র গঙ্গাসাগর মেলার প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সাগরদ্বীপ সফরে যাচ্ছেন।
নবান্ন সূত্র অনুযায়ী, তিনি ৫ জানুয়ারি সাগরে পৌঁছবেন। সেখানে পৌঁছে মুখ্যমন্ত্রী দক্ষিণ ২৪ পরগনা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতি–সংক্রান্ত বৈঠক করবেন। এই সময়ে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও হবে বলে জানানো হয়েছে। পরিদর্শনের পর ৬ জানুয়ারি তাঁর কলকাতায় ফেরার কর্মসূচি রয়েছে।
নবান্নের এক শীর্ষ কর্তারা জানান, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, এ বছর গঙ্গাসাগর মেলায় কোনো ধরনের “ভিআইপি সংস্কৃতি” চলবে না।
ভিআইপি পাস, আলাদা রাস্তা বা বিশেষ সুবিধা থাকবে না, যাতে সাধারণ ভক্তদের কোনো অসুবিধা না হয়। এই নির্দেশ বাস্তবায়নের অবস্থা এবং মেলার সামগ্রিক প্রস্তুতির মাঠপর্যায়ের চিত্র জানতে মুখ্যমন্ত্রী নিজেই সাগরদ্বীপ যাচ্ছেন।
প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, বিদ্যুৎ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, যানবাহন ব্যবস্থা এবং অস্থায়ী বাসস্থানের প্রস্তুতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন মুখ্যমন্ত্রীর সামনে পেশ করা হবে।
সূত্রের মতে, এই সময়ে মুখ্যমন্ত্রী কপিলমুনি মন্দিরেও পূজা করতে পারেন। উল্লেখযোগ্য যে, গঙ্গাসাগর মেলা ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে, আর ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির দিন পবিত্র স্নান হবে।
লাখো ভক্তের আগমনকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী এই সফরকে প্রশাসনের “চূড়ান্ত পর্যালোচনা” বলে উল্লেখ করেছেন, যাতে মেলা নিরাপদ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়।











