প্রধানমন্ত্রী বাংলাকে ফুটবল শেখাবেন না, আগে বকেয়া দিন: তৃণমূল

messi-stadium-1765613889456_v

যুবভারতী স্টেডিয়ামের ঘটনার প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদির মন্তব্যে তৃণমূল কংগ্রেসের পাল্টা জবাব

কলকাতা: যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসিকে ঘিরে একটি অনুষ্ঠানে সৃষ্ট বিশৃঙ্খলা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটের তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রী এই ঘটনাকে পশ্চিমবঙ্গের জন্য “লজ্জাজনক” বলে আখ্যা দিয়ে তা তৃণমূলের কুশাসনের সঙ্গে যুক্ত করেছিলেন। এই ইস্যুতে তৃণমূলের বেশিরভাগ শীর্ষ নেতা প্রকাশ্যে মন্তব্য করা থেকে বিরত থাকলেও, দলের মুখপাত্র তৌসিফুর রহমান কড়া ভাষায় পাল্টা জবাব দেন।
প্রধানমন্ত্রী বাংলাবিরোধী:
তৌসিফুর বলেন, প্রধানমন্ত্রী এবং তাঁর দল বাংলাবিরোধী এবং নিজেদের জমিদার মনে করেন। তিনি স্পষ্ট করেন, কলকাতার এই ঘটনা না তো সরকার-প্রযোজিত ছিল, না-ই রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত। তাঁর বক্তব্য, বাংলাকে ফুটবল শেখানোর কোনও প্রয়োজন নেই—এটাই সেই শহর, যে কোরি চেম্মা থেকে শুরু করে পেলে ও মারাদোনার মতো কিংবদন্তিদের দেখেছে।
ইভেন্ট সংস্থার কু-ব্যবস্থাপনাই ঘটনার কারণ:
তিনি যুবভারতীর ঘটনাকে অনুষ্ঠান আয়োজক বেসরকারি ইভেন্ট সংস্থার কু-ব্যবস্থাপনার ফল বলে দাবি করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্য ক্ষমা প্রার্থনা, তদন্ত কমিটি গঠন এবং ক্রীড়ামন্ত্রীর পদত্যাগকে ‘সরকারের মেরুদণ্ড ও মর্যাদা’-র উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তৌসিফুর অভিযোগ করেন, কেন্দ্র সরকার মনরেগা, জল জীবন মিশন এবং আবাস যোজনার বকেয়া অর্থ আটকে রেখেছে। তাঁর দাবি, প্রায় ১.৭০ লক্ষ কোটি টাকা বাংলার প্রাপ্য—মোদিজিকে বাংলার বিষয়ে কথা বলার আগে এই সত্যটা বলা উচিত।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement