মাধ্যমিক ২০২৬: পরীক্ষা কেন্দ্রের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে বোর্ড

West_Bengal_Board_of_Secondary_Education_Logo

কলকাতা: ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য দেড় মাসেরও কম সময় বাকি থাকায়, মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষা কেন্দ্রগুলির প্রস্তুতি কী অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখতে জেলা ম্যাজিস্ট্রেটদের কাছ থেকে একটি বিস্তারিত রিপোর্ট চেয়েছে। কোনও পদক্ষেপ নেওয়া প্রয়োজন কি না, তা বুঝতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বোর্ডের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সমস্ত ডিএম-কে চিঠি লিখে জানিয়েছেন, “বোর্ড মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণ ত্রুটিমুক্ত, নিরাপদ এবং ন্যায্যভাবে পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই আসন্ন পরীক্ষার জন্য জেলার সমস্ত পরীক্ষা কেন্দ্রের পূর্ণাঙ্গ অন-সাইট পরিদর্শনের জন্য উপযুক্ত আধিকারিক নিয়োগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।”
বোর্ড আরও অনুরোধ করেছে, কোনও ঘাটতি থাকলে তা নির্দিষ্ট সময়ের মধ্যেই অবিলম্বে সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। প্রয়োজনে বিকল্প পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থার নির্দেশও দেওয়া হয়েছে। আগামী বছর বিধানসভা নির্বাচন থাকায়, মাধ্যমিক পরীক্ষা তার ঠিক আগেই অনুষ্ঠিত হবে।
এই বিষয়টি মাথায় রেখেই কোনওরকম ঘাটতি না থাকে, সে জন্য বোর্ড এই উদ্যোগ নিয়েছে বলে জানানো হয়েছে। বোর্ডের মতে, পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও বেঞ্চ, স্কুল ভবনের নিরাপত্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পর্যাপ্ত আলোকসজ্জা, পরিশোধিত পানীয় জল এবং পরিষ্কার শৌচালয় থাকা আবশ্যক। পাশাপাশি প্রবেশ ও বহির্গমন পথে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কড়া নজরদারি এবং তাতে তথ্য বা ডেটা সংরক্ষণের প্রযুক্তিগত সক্ষমতাও থাকা অত্যাবশ্যক।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement