রাওয়ালপিন্ডি: পাকিস্তানের একটি বিশেষ আদালত প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছে।
ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)-এর বিশেষ আদালত শনিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে শুনানি শেষে এই রায় ঘোষণা করে। আদালত উভয়ের উপর প্রত্যেককে ১ কোটি ৬৪ লক্ষ পাকিস্তানি রুপি করে জরিমানাও আরোপ করেছে। জরিমানা পরিশোধ না করলে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।
বিশেষ বিচারক শাহরুখ আরজুমন্দের মতে, ইমরান খানকে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও যৌথ ষড়যন্ত্রের মামলায় ১০ বছর এবং সরকারি পদে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ৭ বছরের সাজা দেওয়া হয়েছে। বুশরা বিবিকেও একই ধরনের সাজা দেওয়া হয়েছে।
এর আগে ইমরান খান দম্পতি সব অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অস্বীকার করেছিলেন। তবে আদালত দুর্নীতি দমন আইন এবং পাকিস্তান দণ্ডবিধির বিভিন্ন ধারার অধীনে তাঁদের দোষী সাব্যস্ত করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই রায় ইমরান খানের জন্য একটি বড় রাজনৈতিক ধাক্কা।









