দুর্গা আঙন: ২৯ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা করবেন শিলান্যাস

FB_IMG_1766225508852

দীঘার জগন্নাথ ধামের আদলে নির্মাণ হবে

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৯ ডিসেম্বর রাজাহাটে ‘দুর্গা আঙন’ প্রকল্পের ভূমিপূজন করে শিলান্যাস করবেন। এ বিষয়ে তিনি সম্প্রতি অনুষ্ঠিত একটি বিজনেস কনক্লেভে ঘোষণা করেছিলেন। তাঁর মতে, এই স্থানটি দীঘার জগন্নাথ ধামের মতোই একটি ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
‘দুর্গা আঙন’ প্রকল্পটি রাজ্য পর্যটন দপ্তর ও সংশ্লিষ্ট এজেন্সিগুলির সহযোগিতায় প্রস্তুত করা হচ্ছে, যার উদ্দেশ্য বাংলার ধর্মীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়কে আরও সুদৃঢ় করা। মুখ্যমন্ত্রীর মতে, দীঘার জগন্নাথ ধাম যেমন ভক্ত ও পর্যটকদের আকর্ষণ করে, তেমনই দুর্গা আঙনও আস্থার একটি প্রধান কেন্দ্র হয়ে উঠবে। এই প্রকল্পকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও ভক্তদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
এর ফলে শুধু এলাকার ধর্মীয় গুরুত্বই বাড়বে না, পর্যটন ও স্থানীয় অর্থনীতিও উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। সরকারের দাবি, ‘দুর্গা আঙন’ বাংলাকে ধর্মীয় পর্যটনের মানচিত্রে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে। রাজ্য সচিবালয়ে শিলান্যাস অনুষ্ঠানের প্রস্তুতি জোরকদমে চলছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement