নবান্নে ‘উন্নয়নের পাঁচালি’-প্রকাশিত

sanmarg_2025-12-19_hzva65zn_unnayaner-panchali

রাজ্য সরকারের সাড়ে ১৪ বছরের বিস্তারিত রিপোর্ট কার্ড

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের সাড়ে চৌদ্দ বছরের শাসনকালের বিস্তারিত রিপোর্ট কার্ড ‘উন্নয়নের পাঁচালি’ শুক্রবার বই আকারে প্রকাশিত হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রিপোর্ট কার্ডের উদ্বোধন করেছিলেন। নবান্নে আনুষ্ঠানিকভাবে বইটির প্রকাশ করেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, অর্থ সচিব প্রভাত মিশ্রসহ অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা।
এই বইটি মুখ্যমন্ত্রীর দ্বারা ০২ ডিসেম্বর প্রকাশিত সাড়ে চৌদ্দ বছরের রিপোর্ট কার্ডের একটি বিস্তারিত ও প্রামাণিক নথি। বাংলা সহ মোট ছয়টি ভাষায় প্রকাশিত এই বইতে ২০১১ থেকে ২০২৫ সাল পর্যন্ত রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের সামগ্রিক বিবরণ তুলে ধরা হয়েছে। বইটিতে সামাজিক সুরক্ষা, নারী ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, পরিকাঠামো, কর্মসংস্থান, গ্রামীণ উন্নয়ন, সংখ্যালঘু কল্যাণ, পর্যটন ও সংস্কৃতি—এই সমস্ত ক্ষেত্রে সরকারের বিভিন্ন প্রকল্প, ব্যয় এবং অর্জনের বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।
মুখ্য সচিব মনোজ পন্থ জানান, সাধারণ মানুষের সামনে উন্নয়নমূলক কাজগুলি স্বচ্ছভাবে তুলে ধরার লক্ষ্যেই এই বইটি প্রকাশ করা হয়েছে। আগামী ছয় মাসের কাজের বিস্তারিত বিবরণও আগামী বছরে এতে যুক্ত করা হবে। বইটি রাজ্য সরকারের ওয়েবসাইটেও উপলব্ধ থাকবে এবং সাধারণ মানুষের মধ্যেও বিতরণ করা হবে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement