তিন দিনের সফরে শিলিগুড়িতে পৌঁছেছেন আরএসএস সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত

n69344788917659852351716535bf34106ce65d99cd10d9b3aac5b45d76fc069915bb0abde5cadbdeb648b2

শিলিগুড়ি: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান ড. মোহন ভাগবত বুধবার তিন দিনের সফরে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে পৌঁছেছেন। এই সফরে তিনি সংঘ আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
সংঘের প্রচার বিভাগ সূত্রে জানা গেছে, ড. ভাগবত বৃহস্পতিবার ও শুক্রবার এখানে আয়োজিত যুব সম্মেলন ও আলোচনা সভায় অংশগ্রহণ করবেন।
ড. ভাগবত বুধবার বিকেলে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান, সেখান থেকে তিনি সড়ক পথে তার নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement