শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়ি

1848-49414450

দিনহাটা: বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হলো একটি বাড়ি। রবিবার সন্ধ্যায় দিনহাটা এক ব্লকের পুটিমারি ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কারিশাল গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে এলাকার শহীদ আর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে এই ঘটনা ঘটে। ঘরের ভিতরে থাকা সব কিছু মুহূর্তে পুড়ে যায়। আগুন ছড়িয়ে পড়তেই আশপাশের লোকেরা ছুটে আসে তারাও বেশ কিছুক্ষণ চেষ্টা করলেও আগুন ক্রমেই ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে শহরের মদনমোহন বাড়ি এলাকা থেকে দমকলকর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং বেশ কিছুক্ষন চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভিতরে থাকা আসবাবপত্র থেকে শুরু করে সব কিছু পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত সইদার রহমান জানিয়েছেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটে।আগুনে ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement