বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল রায়ডাক গ্রাম পঞ্চায়েতের ৩৩টি পরিবার

IMG-20251215-WA0023

কামাখ্যাগুড়ি: বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল কুমারগ্রাম ব্লকের রায়ডাক গ্রাম পঞ্চায়েতের ৩৩টি পরিবার। এদিন কার্তিকা চা-বাগানে তৃণমূল নেতৃত্ব নবাগতদের হাতে দলের পতাকা তুলে দিয়ে তাদের বরণ করে নেন। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কুমারগ্রাম ব্লক সভাপতি সুদয় নার্জিনারি, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি জুলি লামা তৃণমূল মহিলা কংগ্রেসের কুমারগ্রাম ব্লক সভানেত্রী অরুণা লাকড়া, তৃণমূল কংগ্রেসের রায়ডাক অঞ্চল সভাপতি সুরেন মিঞ্জ সহ অন্যরা। তৃণমূল কংগ্রেসের কুমারগ্রাম ব্লক সভাপতি সুদয় নার্জিনারি বলেন, ‘বিজেপির কার্যকলাপ বীতশ্রদ্ধ হয়ে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজ দেখে ৩৩টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে। এই যোগদানের ফলে রায়ডাক গ্রাম পঞ্চায়েত এলাকায় দলের শক্তিবৃদ্ধি হল।’

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement