ঘাকসাপাড়ায় নতুন বস্ত্র বিলি বিধায়কের

IMG-20251215-WA0027

কামাখ্যাগুড়ি: বড়দিনের আগে কুমারগ্রাম ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের ঘাকসাপাড়া এলাকায় বস্ত্র বিলি করলেন কুমারগ্রামের বিধায়ক মনোজকুমার ওরাওঁ। রবিবার ঘাকসাপাড়ার চার্চ সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন বিধায়ক। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক বিপ্লব দাস সহ দলের স্থানীয় নেতা-কর্মীরা। বিধায়ক মনোজকুমার ওরাওঁ বলেন, ‘বড়দিনের আগে ঘাকসাপাড়া এলাকায় বাসিন্দদের মধ্যে নতুন বস্ত্র বিলি করা হল। আমরা সবসময় মানুষের পাশে রয়েছি।’

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement