ফের বন্ধ হয়ে গেল ডুয়ার্সের বানারহাট এর মোগলকাটা চা বাগান

mogolkata

বানারহাট: ফের বন্ধ হয়ে গেল ডুয়ার্সের বানারহাট এর মোগলকাটা চা বাগান। আবারো বিনা নোটিশে চা বাগান ছেড়ে পালালো চা বাগান কতৃপক্ষ। জানা যায় ডুয়ার্সের বানারহাট ব্লকের মোগলকাটা চা বাগানের মালিক কতিপক্ষ শুক্রবার রাতের অন্ধকারে বিনা নোটিসি পালিয়ে যায়। সকালে চা শ্রমিক রা বাগানে কাজ করতে এসে দেখে বাগানের মূল ফ্যাক্টরির সামনে তালা মারা। আর যার ফলে কর্মহীন হয়ে পড়ে মোগল কাটার চা বাগানের এক হাজারেরও বেশি চাষ শ্রমিক।শ্রমিকদের দাবি মালিক কর্তৃপক্ষ পুজোর বোনাসের টাকা প্রদান করেনি এমনকি বকেয়া রয়েছে মজুরিও। সে মজুরির দাবী জানিয়েছিলাম আমরা। কিন্তু মালিক কর্তৃপক্ষ টাকা পরিশোধ না করে মজুরি না দিয়েই পালিয়ে গিয়েছেন। আমরা চাই প্রশাসন মালিক কর্তৃপক্ষকে ধরে এনে বাগান করার ব্যবস্থা করুন এবং বকেয়া পরিশোধ করাক। এদিকে বাগান কতৃপক্ষ বাগান ছেড়ে পালিয়ে যাওয়ার খবর পাওয়া মাত্র মঙ্গলকাটা চা বাগানে চা শ্রমিকদের সঙ্গে কথা বলতে ছুটে যান। প্রাক্তন নাগরাকাটা বিধায়ক সুখমইত ওরাও, ও তৃণমূল নেতা জন বারলা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement