শিলিগুড়ি: উত্তর দিনাজপুরের ইসলামপুরে শনিবার গভীর রাতে ঘটে এক হৃদয়বিদারক ঘটনা। দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর এলাকা দখলের লড়াইয়ে বোমাবাজি ও গুলিবর্ষণে অষ্টম শ্রেণির কিশোরী কৌসেরা বেগম (১২) প্রাণ হারান। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রফিক আলম ও নুর আলমের মধ্যে এলাকাদখলের বিরোধ চলছিল। নিহত কিশোরীর বাবা জাহিদ আলম রফিক আলমের সমর্থক। অভিযোগ, নুর আলমের লোকজন তার বাড়িতে হামলা চালিয়ে বোমা ও গুলি নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে কৌসেরাকে তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ইতিমধ্যেই দুইজনকে গ্রেপ্তার করেছে এবং এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার পর ইসলামপুরে চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনা তদন্তে দ্রুততম সময়ের মধ্যে দোষীদের চিহ্নিত ও বিচারের ব্যবস্থা করছে। এই ঘটনায় গোটা ইসলামপুর এ উত্তজনা তৈরী হয়ে গেছে। পুলিশ গোটা এলাকা ঘিরে আছে। কাজ না থাকলে বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। ইসেরার পরিবারের পক্ষ থেকে গোটা ঘটনার তদন্ত চাওয়া হয়েছে।










