কোচবিহার: ‘আমি বিজেপির মতো টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি’, মঙ্গলবার কোচবিহারের রাসমেলা মাঠে তৃণমূল কংগ্রেসের জনসভায় অংশ নিয়ে এমনই মন্তব্য করলেন দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সোমবার রবীন্দ্রভবনে প্রশাসনিক সভার মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। বিকেলে মদনমোহন মন্দিরে পুজোও দেন। রাতে সার্কিট হাউসে ছিলেন। এরপর এদিন দুপুরে রাসমেলা মাঠে জনসভায় অংশ নেন তিনি। পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেন। জনসভা থেকে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে তোপ দাগেন মমতা। তিনি বলেন, ‘আমি বিজেপির মতো টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি। ১০০ দিনের কাজ বন্ধ করে দিয়েছে। কেন্দ্রের থেকে আমরা ৫১ হাজার ৬১৭ কোটি টাকা পাইনি। তোমাদের ভিক্ষে আমরা চাই না।’ এসআইআর নিয়েও কেন্দ্রকে বিঁধেছেন মমতা। এদিনও তিনি বলেন, ‘সামনে এসআইআর, পিছনে এনআরসি। কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না।’









