বীরতামোড: গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী উপলক্ষে থাইল্যান্ডে লুম্বিনি-নেপাল মিনি ম্যারাথন অনুষ্ঠিত হবে। বিশ্ব শান্তির পথিকৃৎ গৌতম বুদ্ধের পবিত্র জন্মস্থান লুম্বিনিকে প্রচারের লক্ষ্যে আসন্ন বুদ্ধ জয়ন্তীতে এই অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। নেপালি দূতাবাসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
নেপালি দূতাবাস জানিয়েছে যে এই অনুষ্ঠানের লক্ষ্য গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনি, নেপালি পর্যটন, নেপালি সংস্কৃতি এবং নেপালের সাংস্কৃতিক ও রপ্তানিযোগ্য পণ্যের প্রচারের মাধ্যমে নেপালের পরিচয় কার্যকরভাবে প্রতিষ্ঠা করা।









