ক্রেডিট স্কোর বাড়াতে আর্থিক সাক্ষরতা অভিযান

IMG-20251205-WA0128

ইয়েস ব্যাঙ্ক চালু করে ‘স্কোর কেয়া হুয়া’

ক্রেডিট স্কোর। এই গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা বাড়াতে, ভারতজুড়ে ইয়েস ব্যাঙ্ক শুরু করেছে একটি অনন্য সিএসআর উদ্যোগ—“স্কোর ক্যা হুয়া”।
‘স্কোর ক্যা হুয়া’-র মূল স্তম্ভ হলো ScoreKyaHua.bank.in, যেখানে নলেজ পার্টনার হিসেবে আছে ক্রিফ হাই মার্ক। এই মাইক্রোসাইটে রয়েছে ফ্রি ক্রেডিট স্কোর চেক এবং সহজ ভাষায় ব্যাখ্যা করা শিক্ষামূলক কনটেন্ট, যা ভারতের বহুমুখী ক্রেডিট ব্যবস্থাকে মাথায় রেখে তৈরি। প্রথমবার ক্রেডিট নিতে চাওয়া ব্যক্তিরা এখানে পাবেন ধাপে ধাপে ক্রেডিট প্রোফাইল গড়ে তোলার গাইড। আর যারা ইতিমধ্যেই ব্যক্তিগত ঋণ, গাড়ির ঋণ বা গৃহঋণের মতো লোন নেন বা নিতে চান, তারা শিখতে পারবেন কীভাবে দৈনন্দিন আর্থিক অভ্যাস তাদের ক্রেডিট স্কোরকে প্রভাবিত করে।
এই উপলক্ষে শ্রী প্রশান্ত কুমার, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, ইয়েস ব্যাঙ্ক বলেন “আমরা বিশ্বাস করি, প্রকৃত আর্থিক অন্তর্ভুক্তি কেবল ক্রেডিটের অ্যাক্সেসে সীমাবদ্ধ নয়—এটি সঠিকভাবে ক্রেডিট পরিচালনা করার জ্ঞানকেও সমান গুরুত্ব দেয়। ইয়েস ব্যাঙ্ক তার ‘স্কোর ক্যা হুয়া’ সিএসআর উদ্যোগের মাধ্যমে একটি জাতীয় আন্দোলন গড়ে তুলতে চায়, যাতে প্রত্যেক ভারতীয় বুঝতে পারেন ক্রেডিট স্কোর আসলে কী এবং কীভাবে তা উন্নত করা যায়। আমাদের লক্ষ্য দেশের ক্রেডিট-সংক্রান্ত অ্জ্ঞানতা দূর করে দায়িত্বশীল ক্রেডিট ব্যবহারের প্রচার করা, এবং সেইসঙ্গে ক্রেডিট-যোগ্য মানুষের সংখ্যা বাড়ানো। সঠিক জ্ঞান ও সঠিক টুলস দিয়ে মানুষকে ক্ষমতায়িত করে আমরা একটি আর্থিকভাবে আত্মবিশ্বাসী ভারত গড়ার ক্ষেত্রে অবদান রাখতে চাই—যেখানে প্রত্যেকে নিজের আর্থিক ভবিষ্যৎ নিজেই তৈরি করতে পারবেন।”
শ্রী সচিন শেঠ, চেয়ারম্যান- ক্রিফ হাই মার্ক ও রিজিওনাল ম্যানেজিং ডিরেক্টর- সাউথ এশিয়া* , ক্রিফ ইন্ডিয়া, বলেন “স্কোর কেয়া হুয়া’-র জন্য জ্ঞান-সহযোগী হিসেবে ইয়েস ব্যাংকের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। ক্রিফ-এ আমরা বিশ্বাস করি যে ক্রেডিট সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং তা লালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ—কারণ ক্রেডিট কীভাবে কাজ করে এবং তার প্রভাব কী, তা বুঝতে পারলেই একজন মানুষ দীর্ঘমেয়াদি, সুস্থ আর্থিক যাত্রা গড়ে তুলতে পারেন। একই সঙ্গে সমাজের আর্থিকভাবে দুর্বল অংশের জন্যও এটি অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করে। আমাদের লক্ষ্য হলো এমন বাস্তবসম্মত তথ্য ও টুল শেয়ার করা, যা সবাইকে তাদের ক্রেডিট যাত্রা নিজের হাতে আত্মবিশ্বাসের সঙ্গে পরিচালনা করতে সাহায্য করবে।”
ক্রেডিট স্কোরকে সহজ করে মানুষের সামনে তুলে ধরতে ইয়েস ব্যাঙ্ক চারটি টেলিভিশন বিজ্ঞাপন তৈরি করেছে, যেখানে প্রতিদিনের ভারতীয় জীবনের বিভিন্ন পরিস্থিতির মধ্যেই আর্থিক শিক্ষাকে গল্পের মতো উপস্থাপন করা হয়েছে। “স্কোর কেয়া হুয়া’—ইয়েস ব্যাঙ্ক –এর সেই ভাবনা, যেখানে আর্থিক সচেতনতা একটি মৌলিক অধিকার; যেখানে জয়পুরের একজন তরুণের কাছে ক্রেডিট জ্ঞানের অ্যাক্সেস ঠিক মুম্বইয়ের কারও মতোই সহজ ও সমান।
ভারত যখন দ্রুতগতিতে আর্থিক অন্তর্ভুক্তির পথে এগোচ্ছে, তখন ‘স্কোর ক্যা হুয়া’ প্রতিটি নাগরিককে আমন্ত্রণ জানাচ্ছে—নিজের ক্রেডিট স্কোরের ক্ষমতাকে বোঝার জন্য।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement