কোচবিহার: এসআইআর প্রক্রিয়া চলাকালীন কোচবিহারে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৯ ডিসেম্বর কোচবিহার রাসমেলা মাঠে মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। সোমবার তৃণমূলের কোচবিহার জেলা কার্যালয় বিভিন্ন ব্লকের নেতৃত্বদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল, তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তৃণমূলের জেলা সভাপতি থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী দিলীপ মন্ডল মুখ্যমন্ত্রীর সভাকে সফল করে তুলতে এবং সেই সভা কে ঐতিহাসিক সভায় পরিণত করে তুলতে বিভিন্ন বিষয়ে তুলে ধরেন। সভায় তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক কিভাবে মুখ্যমন্ত্রীর সভায় কর্মী সমর্থকরা অংশ নেবে সেসব তুলে ধরেন। পাশাপাশি সভায় অংশ নেওয়া দলের বিভিন্ন ব্লকের দলের ও শাখা সংগঠনের সভাপতি দাও বিভিন্ন বিষয় উল্লেখ করেন। এদিন এই বৈঠকে রাজ্যের পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল বিভিন্ন বিষয় উল্লেখ করেন। পাশাপাশি এসআইআর নিয়ে কর্মীদেরকে আরও সতর্ক হওয়ার কথা বলেন মন্ত্রী। সভাশেষে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, আগামী ৯ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টায় কোচবিহার রাসমেলার মাঠে মুখ্যমন্ত্রীর সভা রয়েছে। সেই সভাকে সফল করে তুলতে এদিন দলের বিভিন্ন ব্লকের সভাপতি ও শাখা সংগঠনের সভাপতিদের নিয়ে বৈঠক হয়। মঙ্গলবার রবীন্দ্রভবনে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। এদিন এই বৈঠকে রাজ্যের পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল উপস্থিত ছিলেন।








