ভুয়ো ভোটার নিয়ে তোলপাড় দিনহাটার সীমান্ত গ্রামে

20250723225052_original_9

দিনহাটা: ভুয়ো ভোটার নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আগেই সরব হয়েছেন ঠিক সেই সময় দিনহাটার সীমান্ত গ্রামের এক মহিলার ভোটার কার্ড নম্বর অনুযায়ী  মালদহের মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের এক মহিলার এপিক নম্বর মিলে যাওয়ায় ওই মহিলার ফর্ম প্রথমে ডিজিটাইজেশন না হওয়ায় বিষয়টি মন্ত্রীর গোচরে এনেছেন তৃণমূলের নেতৃত্ব। পরে অবশ্য এডিট অপশন এলে দিনহাটার সীমান্ত গ্রামের ওই মহিলার  ফর্ম ডিজিটাইজেশন হয়। দিনহাটা মহকুমার সিতাই বিধানসভা কেন্দ্রের ৬/৩০০ নম্বর বুথের ফাতেমা বেওয়ার এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশন না হওয়ার ক্ষেত্রে প্রথমদিকে সমস্যায় পড়তে হয় বিএলওকে। স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েন ওই পরিবার।এসআইআর নিয়ে তৃণমূলের কোচবিহার জেলার পর্যবেক্ষক পরিবহন দফতরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল গোসানিমারিতে কর্মসূচিতে অংশ নিলে সেখানেই এই সমস্যার কথা তুলে ধরেন দলের সংখ্যালঘু সেলের দিনহাটা এক এ ব্লক সভাপতি মোস্তফা খন্দকার। তৃণমূলের সংখ্যালঘু সেলের দিনহাটা এক এ ব্লক সভাপতি মোস্তফা খন্দকার জানিয়েছেন, ফাতেমা বেওয়ার বাড়ি দিনহাটার সিতাই বিধানসভা কেন্দ্রের সীমান্ত গ্রাম  হরিদাস খামার এলাকায়। ওই মহিলার এপিক নম্বরে মালদহের মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের এক মহিলার নম্বর মিলে গিয়েছে। যার ফলে যিনি সরকারি বিএলও  তার পক্ষে ওই মহিলার ইনুমারেশন ফর্ম  ডিজিটাইজেশনের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। বিষয়টি আমরা জানতে পেরেই প্রশাসনকে জানাই। এসআইআর নিয়ে দলের দায়িত্বপ্রাপ্ত কোচবিহারের পর্যবেক্ষক মন্ত্রী দিলীপ মণ্ডল কে জানিয়েছি। প্রশাসনের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, এডিট অপশন এলেই ডিজিটাইজেশন হয়ে যাবে। অবশেষে ওই মহিলার ফর্ম ডিজিটাইজেশন হয়। ফাতেমা বেওয়া  বলেন,”আমার ভোটের কার্ডের  একই নম্বরে নাকি  আরও একটি ভোটের কার্ড মালদায় রয়েছে শুনেছি। যার ফলে ফর্ম লথিভুক্ত হচ্ছিল না। পরে অবশ্য যিনি বিএলও তিনি সব ঠিকঠাক করে দিয়েছেন। খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম।সংশ্লিষ্ট বুথের বিএলও জাহেদুল ইসলাম জানিয়েছেন, প্রথমদিকে ওই মহিলার ইনুমারেশন ফর্ম ডিজিটাইজেশন করার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। যেহেতু ওই মহিলার যে এপিক কার্ডের নম্বর রয়েছে একই নম্বরে মালদহের মোথাবাড়ি এলাকায় এপিক কার্ড রয়েছে। এডিট অপশন আসার পর দিনহাটার এই মহিলা ফাতেমা বেওয়ার ফর্ম ডিজিটাইজেশন করা সম্ভব হয়েছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement