ডিমা হাসাওতে পুলিশের সাথে গুলি বিনিময়ে এক জঙ্গি নিহত

IMG-20240930-WA0291

গুয়াহাটি: সোমবার গভীর রাতে আসামের ডিমা হাসাও জেলায় পুলিশের সাথে গুলি বিনিময়ে হিল পিপলস কনভেনশন (ডেমোক্রেটিক) – এইচপিসি(ডি)-এর এক ভয়াবহ জঙ্গি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।
নিহত ব্যক্তির নাম মোদি হামার ওরফে মেমো, জিনাম উপত্যকার বোরো আরকাপ গ্রামের বাসিন্দা।
খবর অনুযায়ী, মাহুর থানার অন্তর্গত চিলেই এলাকায় এই ঘটনা ঘটে যখন এক অজ্ঞাত হামলাকারী পুলিশের একটি টহল দলকে আকস্মিক গুলি করে।
সূত্র জানায়, টহল ইউনিট নিয়মিত নজরদারিতে থাকাকালীন আক্রমণকারী কোনও সতর্কতা ছাড়াই গুলি চালায়। আত্মরক্ষার জন্য কর্মীরা পাল্টা গুলি চালায়, ফলে ঘটনাস্থলেই জঙ্গি নিষ্ক্রিয় হয়।
ঘটনার পরপরই অতিরিক্ত বাহিনী ওই এলাকায় পাঠানো হয়। সম্ভাব্য সহযোগীদের খুঁজে বের করতে এবং আক্রমণের পেছনের উদ্দেশ্য নির্ধারণের জন্য তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement