এসআইআরের প্রতিবাদে আজ বনগাঁমায় মমতার জনসভা

IMG_8470

কলকাতা: বিশেষ নিধি সম্মানীর (এসআইআরের) প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো মঙ্গলবার বিকেলে বনগাঁ শহরে জনসভা এবং ঠাকুরনগরে পদযাত্রা করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপা ধ্যায়। এই উপলক্ষে বঙ্গোঁ ও ঠাকুরনগরকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এক হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করে বঙ্গোঁয় পৌঁছাবেন। হেলিকপ্টারে করে কলকাতায় ফিরে আসবেন।
তৃণমূল সূত্রের খবর, মমতা আজ বঙ্গোঁ শহরের ত্রিকোণা পার্ক এলাকায় জনসভা করবেন। এর পরে, আমরা চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার পথ হেঁটে যাব। তবে তিনি ঠাকুর বারাদী যাবেন কিনা তা এখনও জানা যায়নি।
এই বিষয়টি নিয়ে ত্রিকু পার্কের সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজি দাস বলেন, “মুখ্যমন্ত্রী ওই এলাকায় একটি সভা করবেন। এরপর তারা চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার পদযাত্রায় অংশগ্রহণ করবেন। এখন আমি SIR নিয়ে চিন্তিত। এই দিনে মুখ্যমন্ত্রীর কর্মসূচি হলো তাদের সমর্থনের বার্তা দেওয়া।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement