আত্মসমর্পণের জন্য সময় চায় মাওবাদীরা

Maoists-surrenders-to-police-1

নয়াদিল্লি: দেশ থেকে মাওবাদীদের নির্মূলের আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই কারণেই, নতুন বছরের ৩১শে মার্চের একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আর সেই লক্ষ্যে, মাওবাদীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর একটানা অভিযান চলছে। তাছাড়া, গত কয়েক মাসে, মাওবাদীদের আত্মসমর্পণও কমে এসেছে।
এরই মধ্যে, মাওবাদীরা তিনটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে চিঠি লিখে তাদের বিরুদ্ধে আপাতত অভিযান বন্ধ করার অনুরোধ করেছে। সেই তিনটি রাজ্য হল মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়। মাওবাদীদের এই তিনটি রাজ্যের স্পেশাল জোনাল কমিটির নেতৃত্ব ২২ নভেম্বর চিঠিটি লিখেছিলেন। এতে স্পেশাল জোনাল কমিটির মুখপাত্র অনন্ত স্বাক্ষর করেছেন।
গত সপ্তাহে, অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে একজন শীর্ষ মাওবাদী নেতা মাদভি হিদমা নিহত হন। তিন দিন পর, মাওবাদীদের এমন অনুরোধ বেশ তাৎপর্যপূর্ণ।
গত মাসে, মাওবাদী কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরোর সদস্য মল্লাজুলা বেণুগোপাল রাও ওরফে সোনু মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ফড়নবিশের কাছে আত্মসমর্পণ করেন। অনন্তের লেখা চিঠিতেও সোনুর কথা উল্লেখ করা হয়েছে। তিনি সেই চিঠিতে লিখেছেন, ‘দেশ ও বিশ্বের পরিবর্তিত পরিস্থিতিতে, আমাদের কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরো তাদের অস্ত্র সমর্পণ করে সশস্ত্র সংগ্রাম সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা এমএমসি সদস্যরা তাদের অস্ত্র সমর্পণ করতে এবং সরকারী পুনর্বাসন প্রক্রিয়ায় যোগ দিতে চাই। এর জন্য, আমাদের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া উচিত।
অনন্ত চিঠিতে বলেছেন, তারা গণতান্ত্রিক কেন্দ্রিকতায় বিশ্বাসী। তাই সংগঠনের প্রতিটি শাখার সাথে পরামর্শ করা বাধ্যতামূলক। ঐক্যবদ্ধ আত্মসমর্পণের এই সিদ্ধান্তে আসতে তাদের কিছুটা সময় লাগবে। তাই এই সময় অন্যান্য সদস্যদের সাথে পরামর্শ করে তাদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার প্রয়োজন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement