শিলিগুড়ি: নিজের ৭ মাসের ফুটফুটে সন্তানকে গলা টিপে হত্যা করলেন মা আলিপুরদুয়ার এ চাঞ্চল্য, আলিপুরদুয়ার দুয়ার এর হাকিমপাড়ায় এই ঘটন। স্বামী স্বপন ঘোষ এর অভিযোগ এর উপরে ভিত্তি করে পুলিশ আটক করেছে ওই মহিলাকে। অবাক তার পাড়া প্রতিবেশী এবং আত্মীয় রা।ওই মহিলার নাম রেখা ঘোষ, দুই বছর আগে তার বিয়ে হয়, স্বামীর একটি ছোট দোকান আছে। প্রতিবেশীরা জানিয়েছেন কোনো অশান্তি ছিল না, রেখা ঘোষ এর অন্য কোন বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে বলে সন্দেহ পুলিশ এর। তাকে আটক করা হয়েছে। হঠাৎ করে কেন সে এই ধরনের ঘটনা ঘটালো সেটাই ভাবতে পারছে না তার আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীরা।










