নাট্য মিলন গোষ্ঠীর নতুন নাটক শেষকথা

আশিস কুমার ঘোষ 

সম্প্রতি গোবর ডাঙ্গা সংস্কৃতি কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল বিরাটী সারথী আয়োজিত এক দিনের নাট্যোৎসব। এই উৎসবে পরিবেশিত নাটক “শেষকথা” মনে এক আড়োলন সৃষ্টি করে। নাটকটি পরিবেশন করে শ্রীনগর হাবড়া নাট্য মিলন গোষ্ঠী এবং রচনা -নির্দেশনা ও অভিনয়ে ছিলেন নাট্যকার নির্দেশক দিলীপ ঘোষ। নাটকটিতে দিলীপ বাবু বর্তমান সময়ের এক প্রামাণ্য দলিল উপহার দিয়েছেন সাধারণ মানুষকে। বর্তমানে সাধারণ মানুষের সঙ্গে রাজনীতির বিশাল এক দূরত্ব তৈরি হয়েছে, সেটা এই নাটক সবার চোখের সামনে তুলে ধরতে পেরেছে। আজকের আকাশ ছোঁয়া দুর্নীতি শিক্ষা, চিকিৎসা, অর্থনীতিকে গ্রাস করে ফেলেছে। যেগুলো সমাজের সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। এই সমস্যার সমাধান করতে এগিয়ে আসে পুলিশের ডিরেক্টর জেনারেল আশুতোষ মুখার্জী ও তার পরিবার। দিলীপ বাবু বার্তা দিয়েছেন, আসুন আমরা প্রতিটি পরিবার পড়ি এই অন্যায়ের বিরুদ্ধে। আশুতোষ মুখার্জীর চরিত্রে দিলীপ বাবুর অভিনয় অনবদ্য। আশুতোষ বাবুর ভাই শিক্ষামন্ত্রী প্রিয়তোষ মুখার্জীর চরিত্রে সুব্রত দাসের অভিনয় সত্যি মনে রাখার মতো। আশুতোষ মুখার্জীর স্ত্রীর চরিত্রে মাধুরী ঘোষ সমান দাবি রাখে।র রেগিং এ আক্রান্ত মেয়ে সুস্মিতার চরিত্রে বাস্তব রূপদান সকলের মনে দীর্ঘ দিন গেঁথে থাকবে। আশুতোষবাবুর বোন বীথির চরিত্রে মিঠু রায় এবং ভাইঝি নন্দিতার চরিত্রে মুন্নী বিশ্বাস সমানে তাল মিলিয়ে গেছে।আলোক প্রক্ষেপণে মলয় বিশ্বাস কিছু ভুল হলেও প্রশংসার দাবি রাখে।আবহ সঙ্গীতের মাধ্যমে বাপী দাস আবেগে আপ্লুত করে দর্শকদের।

খাটুরা চিত্রপটের অভিনেতা সুরজিত হালদার বলেছেন -এমন নাটক নিয়ে শ্রীনগর হাবড়া নাট্য মিলন গোষ্ঠী পশ্চিমবঙ্গ পেরিয়ে ভারতবর্ষের প্রতিটি প্রান্তের মানুষের মনে বিশাল ভাবে আলোড়ন সৃষ্টি করবে।তার মতে, শুধু থিয়েটারপ্রেমী মানুষ নয়, প্রতিটি সাধারণ মানুষের এই নাটক দেখা প্রয়োজন। তার জন্য প্রতিটি নাটক দলের উচিত এই দলটিকে আমন্ত্রণ জানানো। নাট্যকার নির্দেশক ও অভিনেতা সৌমেন দাস বলেন -খুটিনাটি বিষয় বাদ দিলে সত্যি একটা অনবদ্য প্রযোজনা। নির্দেশক জগদীশ  ঘরামি বলেন -এমন কাহিনী সবার বিশেষ ভাবে দেখা প্রয়োজন। তাহলে থিয়েটারের চলার পথ আরো সুগম হবে।সব মিলিয়ে শ্রীনগর হাবড়া নাট্য মিলন গোষ্ঠীর “শেষকথা”এক অনবদ্য প্রযোজনা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement