এসআইআর শুরু হতেই শিলিগুড়ি থেকে উধাও বহু রিকশা চালক এবং টোটো চালক

এসআইআর শুরু হতেই শিলিগুড়ি থেকে উধাও বহু রিকশা চালক এবং টোটো চালক। উধাও বহু রিকশাওলা এবং টোটোচালক। ৪ তারিখ থেকে এস আই আর শুরু হতেই উধাও তারা। শিলিগুড়ি বিধান মার্কেট, হায়দারপাড়া বাজার এবং এন জে পি থেকে উধাও বহু রিকশাওলা এবং টোটোচালক যাদের থাকাটাই অবৈধ ছিল বলে মনে করছেন মানুষ। এস আই আর শুরু হতেই তারা উধাও হয়েছেন বলে শোনা যাচ্ছে। বেশিরভাগ জায়গায় উধাও হয়েছেন রিকশাওলা এবং টোটোঅলা। শিলিগুড়ি শহরে এরাই অধিপত্য নিয়ে থাকতেন বলে জানা গেছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement