এসআইআর এ তৃণমূল কংগ্রেস এর হেল্প ডেস্ক শুরু হল

এসআইআর এ তৃণমূল কংগ্রেস এর হেল্প ডেস্ক শুরু হল, গতকাল থেকে শুরু হয়েছে এস আই আর এ তৃণমূল কংগ্রেস এর হেল্প ডেস্ক। স্থানীয় মানুষের সুবিধার জন্য খোলা হয়েছে তৃণমূল কংগ্রেস এর এই হেল্প ডেস্ক। বিভিন্ন ধরনের মানুষ বিভিন্নভাবে চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন এই siyar কে নিয়ে। তাদের  মধ্যে একটা  আতঙ্ক তৈরি হয়েছে। আমারা মানে তৃণমূল কংগ্রেস  তাদের মন থেকে সেই প্রশ্ন মিটিয়ে দিতে চাচ্ছি। সেই জন্য সারা শিলিগুড়ি শহর জুড়ে  আমাদের হেল্প ডেস্ক বসানো হবে। অনেকেই বাইরে থাকেন , অথবা জীবিকার তাগিদে বাইরে আছেন, তাদের সুবিধার জন্য আমরা এই হেল্প ডেস্ক তৈরি করেছি। ওটা শিলিগুড়ি শহরজুড়ে  আমাদের মানুষের সাহায্যের জন্য তৈরি করা হবে। আজকের থেকে কাজ শুরু হলো। আমাদের কর্মীরা  প্রতিদিনই যুদ্ধ করবেন , বাংলার মানুষের স্বার্থে এবং বাংলার মানুষের সুবিধার্থে। কারণ এটা আমাদের মত বাঙ্গালীদের কাছে  একটা বিশাল  চ্যালেঞ্জ। আমরা কাউকে এই বাংলা থেকে সরাতে দেব না।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement