হাসপাতালে ভর্তি হলেন ধর্মেন্দ্র। আগামী ডিসেম্বর মাসেই ৯০ বছর পূর্ণ করবেন বর্ষীয়ান অভিনেতা। তার আগেই কি অসুস্থ হয়ে পড়লেন তিনি? জানা যাচ্ছে, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। কী হয়েছে তাঁর? জানা যাচ্ছে, বার্ধক্যজনিত বেশ কিছু অসুখ মাথা চাড়া দিয়েছে। তাই নিয়মিত চেকআপ-এর জন্যই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। ধর্মেন্দ্রের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে বলেছেন, “ডিসেম্বর মাসে ওঁর ৯০ বছর পূর্ণ হচ্ছে। বয়সজনিত বেশ কিছু অসুখ জাঁকিয়ে বসেছে। সেগুলির পরীক্ষানিরীক্ষা করতেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে।” বর্ষীয়ান তারকার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। অনেকেই আরোগ্য কামনা শুরু করেন সমাজমাধ্যমে। তবে ধর্মেন্দ্রের পরিবার বা সহযোগী দলের তরফ থেকে এখনও কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।










