শিলিগুড়ি পুর নিগমের বোর্ড অফ কাউন্সিলরস্ মন্ডলীর ৪৫তম বোর্ড মিটিং 

IMG-20251031-WA0127

শিলিগুড়ি: শিলিগুড়ি পুরসভার বোর্ড অফ কাউন্সিলর দের বোর্ড মিটিং অনুষ্টিত হল আজকে। মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার দুজনেই শিলিগুড়ি পুরসভার কাজ নিয়ে বিস্তারিত বিবরণ দেন। অন্য দিকে বিরোধীরা জানান কিছুই কাজ হচ্ছে না, একের পর এক ভুল করে চলেছে পুরসভা। মেয়র জানান এই বছর শিলিগুড়ি পুরসভা যেভাবে কাজ করে চলেছে সেটা গর্বের বিষয়। আমাদের উচিত সেই কাজকে সন্মান করা। এদিন বিরোধী দলের কাউন্সিলর সবাই এক বাক্য জানান আমাদের কাজ করতে দেওয়া হচ্ছে না, টাকা পাচ্ছি না, এর বিরোধিতা করেন মেয়র এবং ডেপুটি মেয়র দুজনেই। উন্নয়ন হচ্ছে এবং ভবিষ্যৎ এ আরো ভালো কাজ হবে। জানান ডেপুটি মেয়র রঞ্জন সরকার, তিনি জানান আমি নিজে বলতে পারি আমাদের শিলিগুড়িতে গর্ব করার মতন কাজ হচ্ছে। বিরোধী কাউন্সিলর আবার এর বিরোধীতা করেন। মেয়র পড়ে অবস্থার সামলে নেন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement