শিলিগুড়ি: অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। তার জেরেই ভুটান সফরে যেতে পারলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বৃহস্পতিবার বৃষ্টির কারণে বাগডোগরায় জরুরি অবতরণ করে তাঁর বিমান। শেষ পর্যন্ত শুক্রবার শিলিগুড়ি থেকে দিল্লি ফিরে যেতে হয় তাঁকে। জানা গেছে এতো খারাপ আবহাওয়ার জন্য আগের থেকেই তাকে ভুটান যেতে বারন করেছিল তার নিরাপত্তা উপদেষ্টা, বার বার বললেও তিনি ভাবছিলেন ভুটান যাবেন, তবে শেষ পর্যন্ত। নিজের সিদ্ধান্ত বদল করেন অর্থমন্ত্রী। শিলিগুড়ি পৌঁছে যান, এর পর তিনি সাংবাদিক দের জানান তিনি তার ভুটান সফর বাতিল করছেন। পাহাড়ে অবিরাম বৃষ্টির ফলে বাড়ছে তিস্তা নদীর জল চিন্তা বাড়ছে বাসিন্দাদের,গত কয়েক দিন থেকে একই অবস্থা, এতো বৃষ্টি হচ্ছে যে বাসিন্দাদের অসুবিধা হয়ে পড়েছে। তিস্তা নদীর জল বরাবরের মত বিপদজনক, প্রতি বছর জল বাড়ে তিস্তায়, এর বাইরে জল চলে গেলে স্বাভাবিক ভাবেই অসুবিধার সৃষ্টি হয়ে পড়ে।তিস্তা নদী অন্য জায়গায় ভয়ানক হয়ে ওঠার কারনেই বাসিন্দারা আতঙ্কের মধ্যে পড়ে যাচ্ছেন। গত তিন দিন থেকে অবিরাম বৃষ্টির কারনে বিপদে পড়ে গেছে পাহাড়, বিপদে গ্রামের মানুষ, এবারে বৃষ্টি যেন অনেকটাই প্রতিকূল অবস্থায় ফেলে দিল পাহাড়ের মানুষকে।









